ভয়াবহ পথ দুর্ঘটনাই শেষ করে দিল সব। মাত্র ৩৭ বছর না ফেরার দেশে পাড়ি দিলেন এই জনপ্রিয় গায়ক। জানা গিয়েছে, শনিবার, ২২ নভেম্বর সকালে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন হরমন সিন্ধু। মনসা জেলার খেয়ালা গ্রামের কাছে এই ঘটনাটি ঘটেছে। 

সূত্রের খবর অনুযায়ী পাঞ্জাবের মনসা জেলার খেয়ালা গ্রামের কাছে মনসা পাটিয়ালা রোডের উপরেই একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় পাঞ্জাবি গায়কের গাড়ির। ট্রাকের সঙ্গে এত জোরে ধাক্কা লাগে যে গাড়িটি দুমড়ে মুচড়ে যায়।  ঘটনাস্থলেই প্রাণ হারান হরমন সিন্ধু। যাঁরা দুর্ঘটনাটি ঘটতে দেখেছেন তাঁরা সাফ জানিয়েছেন, এত জোরে দুই গাড়ির সংঘর্ষ হয় যে কোনও ভাবেই তারপর গায়কের বা যিনিই গাড়িতে থাকতেন তাঁর বেঁচে থাকার সম্ভাবনা ছিল না।

হরমন সিন্ধুর মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই শোকের ছায়া নেমে এসেছে তাঁর অনুরাগী এবং সঙ্গীত জগতে। অনেকেই তাঁর মৃত্যুর সংবাদ শুনে শোকপ্রকাশ করেছেন। অল্প সময়েই খ্যাতি অর্জন করেছিলেন তিনি। তিনি উপহার দেন 'পেপার ইয়া পেয়ার' -এর মতো একাধিক হিট গান উপহার দিয়েছেন। এই গানটি তিনি মিস পূজার সঙ্গে গেয়েছিলেন। তাঁরা জুটি বেঁধে আরও একাধিক গান উপহার দিয়েছেন। হরমনের অন্যান্য জনপ্রিয় গানগুলোর মধ্যে আছে 'মুলতান ভার্সেস রাশিয়া', 'কই চক্কর নেহি', 'বেবে বাপু', ইত্যাদি। 

হরমনের পরিবারে থেকে গেল তাঁর স্ত্রী এবং এক মেয়ে।মাত্র বছর দেড়েক আগেই বাবাকে হারিয়েছিলেন গায়ক। তার মধ্যেই এমন ঘটনা ঘটল। জানা গিয়েছে, এদিন গায়ক তাঁর গ্রাম খেয়ালায় ফিরছিলেন। মনসায় তাঁর কিছু কাজ ছিল, সেটা মিটিয়ে ফেরার পথেই এই ঘটনা ঘটে। দুর্ঘটনার পর তাঁর মৃতদেহ পুলিশ দুর্ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে গিয়েছে। বর্তমানে তদন্ত চলছে এই দুর্ঘটনার।