সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রজনীকান্ত
সোমবার পেটের যন্ত্রণায় অসুস্থ হয়ে পড়েন অভিনেতা রজনীকান্ত। সেই সময় তিনি পরিচালক লোকেশ কনগরাজের 'কুলি' ছবির শুটিং করছিলেন। যন্ত্রণা বাড়ায় ওই রাতেই তড়িঘড়ি তাঁকে ভর্তি করানো হয় চেন্নাইয়ের প্রথম সারির একটি হাসপাতালে। চিকিৎসকেরা জানিয়েছেন, অবস্থা আপাতত স্থিতিশীল। প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে, হৃদ্রোগে আক্রান্ত হয়ে থাকতে পারেন অভিনেতা। আনুষঙ্গিক নানা পরীক্ষা চলছে সোমবার রাত থেকেই। মঙ্গলবার সকালে তাঁর হৃদ্রোগ সংক্রান্ত চিকিৎসা শুরু হয়েছে।
তৃপ্তির মা হবেন মাধুরী?
পরিচালক সুরেশ ত্রিবেণীর আগামী ছবিতে দেখা যেতে চলেছে বলিউডের দুই অভিনেত্রীকে। মা ও মেয়ের চরিত্রে মাধুরী দীক্ষিত ও তৃপ্তি দিমরিকে দেখা যাবে এই ছবিতে। মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, এখনও পর্যন্ত নায়কের চরিত্র চূড়ান্ত হয়নি। চলছে চিত্রনাট্য ঘষামাজার কাজও। তবে এই ছবিতে থ্রিলার ও অ্যাকশনের রেশ থাকতে পারে এমনটাই জানা গিয়েছে।
দ্বৈত চরিত্রে কৃতি
কাজল ও কৃতি শ্যানন অভিনীত অ্যাকশন থ্রিলার সিরিজ 'দো পট্টি'-তে ফুটে উঠবে নারীদের জয়ের কাহিনি। 'দিলওয়ালে'র পর ফের একফ্রেমে ধরা দেবেন কাজল-কৃতি। সিরিজে সম্ভবত দ্বৈত চরিত্রে দেখা যাবে কৃতি শ্যাননকে। আগামী ২৫ অক্টোবর ওটিটি প্ল্যাটফর্ম 'নেটফ্লিক্স'-এ মুক্তি পাচ্ছে সিরিজটি।
