সৃজিত মুখোপাধ্যায়ের আগামী ছবি 'এম্পেরর ভার্সেস শরৎচন্দ্র'। তারকাখচিত এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাওয়ার কথা ছিল সোহিনী সরকারকে। তবে সূত্রের খবর, এই ছবিতে থাকছেন না অভিনেত্রী। তাহলে তাঁর জায়গা নিচ্ছেন কে? জানা গিয়েছে, মিমি চক্রবর্তীকে দেখা যেতে পারে সৃজিত মুখোপাধ্যায়ের আগামী ছবিতে। এই খবরের সত্যতা যাচাই করতে আজকাল ডট ইন এর তরফে যোগাযোগ করা হয় পরিচালক সৃজিত মুখোপাধ্যায় এবং অভিনেত্রী মিমি চক্রবর্তীকে, কিন্তু তাঁরা ফোনে অধরা। ২০২৬ সালে মুক্তি পাওয়ার কথা 'এম্পেরর ভার্সেস শরৎচন্দ্র' ছবিটির।
(বিস্তারিত আসছে শীঘ্রই)
