২৭ জানুয়ারির রাতে প্লেব্যাক থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেন অরিজিৎ সিং। জানিয়ে দেন, তিনি আর কোনও নতুন প্রজেক্টের সঙ্গে যুক্ত হবেন না প্লেব্যাক গায়ক হিসেবে। তাঁর এই ঘোষণার পর কী প্রতিক্রিয়া বাংলার সঙ্গীতমহলের, খোঁজ নিল আজকাল ডট ইন। 

যাঁর লেখা 'ভালবাসার মরশুম' বা 'জিয়া তুই ছাড়া' গেয়ে সাড়া জাগিয়েছিলেন অরিজিৎ সিং সেই গীতিকার সুব্রত বারিশওয়ালা বলেন, "উনি যখন এই সিদ্ধান্তটা নিয়েছেন নিশ্চয় কিছু ভেবেই সিদ্ধান্তটা নিয়েছেন। আমার মনে হয় উনি ওরিয়ন মিউজিক নিয়ে এবার কাজ করতে চাইছেন। এই মিউজিক লেবেলটা বরাবরই ওঁর খুবই ভালবাসার জায়গা, সেটা জানি। প্লেব্যাক ছেড়েছেন কেবল, কম্পোজার হিসেবে কাজ করতে পারেন। আগেও কম্পোজার হিসেবে কাজ করেছেন, এবার সেটা হয়তো বাড়বে। 'বরখা', ইত্যাদির মতো আরও অনেক গান এবার হয়তো আমরা পাব।" 

সঙ্গীত পরিচালক রণজয় ভট্টাচার্য জানিয়েছেন তিনি যারপরনাই অবাক হয়েছেন অরিজিৎ সিংয়ের এই সিদ্ধান্তে। 'জিয়া তুই ছাড়া' গানের সুরকার এবং পরিচালকের কথায়, "এটা তো স্বেচ্ছাবসর। খুবই অবাক হয়েছি। ওঁর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তো অসাধারণ। গানগুলোকে যেভাবে আলাদা উচ্চতায় নিয়ে গিয়েছেন, সেটা বলার অপেক্ষা রাখে না। ওঁর গলার মধ্যে একটা অদ্ভুত ম্যাজিক আছে। যে কোনও গানকে অসাধারণ উচ্চতায় পৌঁছে দিতে পারেন। ভীষণ মাটির মানুষ। নিজের এমন একটা জায়গায় থাকতে থাকতে সেটা ছেড়ে দেওয়া, এটা ভেবেই ভাল লাগছে। যদিও ওঁর এই সিদ্ধান্ত ফাইনাল কিনা জানি না, তবে এই সিদ্ধান্ত নিতে ধক লাগে। অনেকে এমন থাকেন যে কেরিয়ারে আর কিছু দেওয়ার নেই তখনও কাজ করে যাচ্ছেন, অধিকাংশ ক্ষেত্রেই এটা দেখা যায়। তখন লোকে বলে 'এবার তুমি জায়গা ছাড়ো'। শিল্পীদের তো তেমন কোনও অবসর নেওয়ায় বয়স নেই। সেখানে এটা ওঁর ফাইনাল সিদ্ধান্ত হয়, তাহলে সেটা দৃষ্টান্ত হয়ে থেকে যাবে।" 

রূপম ইসলামের সঙ্গেও এই বিষয়ে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল যেহেতু বাংলার রকস্টার অরিজিৎ সিংয়ের সঙ্গে কোল্যাব করে কাজ করছেন। তবে তাঁকে ফোনে পাওয়া যায়নি। পরবর্তীতে তিনি মেসেজে উত্তর দিয়ে জানিয়েছেন, "স্টেজে আমি ইমপ্রম্পটু কথা বলি। যদি মনে করি, এটা নিয়ে কথা বলা দরকার, তাহলে তখনই বলব।" 

অরিজিৎ সিং মঙ্গলবার রাতে সমাজমাধ্যমে প্লেব্যাক থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করে লেখেন, 'হ্যালো। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই শ্রোতা হিসেবে এতগুলো বছর ধরে আমায় এত ভালবাসা দেওয়ার জন্য। আমি আনন্দের সঙ্গে এটা ঘোষণা করছি যে প্লেব্যাক গায়ক হিসেবে আমি আর নতুন কোনও প্রজেক্ট নেব না এখন থেকে। আমি এখানেই ইতি টানলাম। এই সফরটা দুর্দান্ত ছিল।'