নিজেকে প্রচারের আলো থেকে খানিক সরিয়ে রাখতেই পছন্দ করেন রণবীর কাপুর। তাই সমাজমাধ্যমে তাঁর নেই কোনও অ্যাকাউন্ট! কিন্তু অন্য অভিনেতাদের জীবন কেমন চলছে, তার উপর গোপনে নজরদারি করেন রণবীর। অভিনেতার বেনামে এক গোপন অ্যাকাউন্ট রয়েছে। নিজেই একথা স্বীকার করেছিলেন রণবীর। এবার ফের একবার করলেন। জানালেন, তাঁর একটি ব্যক্তিগত ‘ফিনস্টা’ অ্যাকাউন্ট আছে, যেখানে তিনি শুধু অন্যদের প্রোফাইল দেখেন এবং অনুসরণ করেন। পাশাপাশি এও জানালেন, কেন তিনি তাঁর স্ত্রী আলিয়া ভাটকেও তাঁর সেই গোপন অ্যাকাউন্ট-এর ফলোয়ার হতে দেন না! 

দুবাইয়ে এক বিলাসবহুল প্রপার্টি লঞ্চে এসে নিজের ‘গোপন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট’-এর কথা ফাঁস করলেন রণবীর কাপুর! আলিয়া ভাটের সঙ্গে হাজির হয়েছিলেন তিনি এক লাক্সারি রিয়েল এস্টেট ডেভেলপারের নতুন প্রজেক্ট-এর উদ্বোধনে। ইভেন্টে রণবীরকে যখন জিজ্ঞেস করা হয়, তাঁর কি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, অভিনেতা হেসে বলেন, “আমি অফিসিয়ালি ইনস্টাগ্রামে নেই। তবে একটা ফিনস্টা অ্যাকাউন্ট আছে, যেটা কেউ জানে না! পৃথিবীতে এত অসাধারণ মানুষ আছেন, যাঁদের কাজ আমি অনুসরণ করতে ভালবাসি। কিন্তু অভিনেতা হিসেবে নিজেকে অফিসিয়ালি ইনস্টাগ্রামে আনতে চাইনি।”

রণবীর আরও যোগ করেন, “অফিসিয়ালি সেখানে থাকলে নিজের জীবন, নিজের দিকটা সবাইকে দেখানোর একটা দায়িত্ব এসে যায়। কিন্তু আমার তো সিনেমাই সেই প্ল্যাটফর্ম, যেখানে আমি নিজের অভিনয়ের মাধ্যমে নিজেকে দেখাতে পারি।” তবে মজার ব্যাপার, তিনি জানিয়েছেন এই প্রশ্ন তাঁকে প্রায়ই করা হয়, আর প্রতিবারই তিনি আলাদা উত্তর দেন, “না হলে আমি একঘেয়ে লাগব! দশ বছর ধরে সবাই এই প্রশ্নই করে যাচ্ছে।”

অভিনেতা আরও জানান, তিনি তাঁর মেয়ে রাহাকে নিয়ে একটা রিল বানিয়েছিলেন নিজের ফিনস্টা অ্যাকাউন্টে। কিন্তু তাঁর ফলোয়ার নেই একটিও! পাশে দাঁড়িয়ে আলিয়া হাসতে হাসতে বলেন-“ও আমাকে পর্যন্ত ফলো করতে দেয় না!”রণবীরের তাৎক্ষণিক জবাব, “আলিয়া আমার সেই অ্যাকাউন্ট ফলো করলে সবাই জেনে যাবে আমার ওই অ্যাকাউন্টের কথা।”আলিয়া হেসে যোগ করেন,“ওর ওই অ্যাকাউন্টে সব মিলিয়ে দুটো রিল আছে, যেটা ও আর দু’জন মানুষ ছাড়া কেউই দেখবে না!”

ইভেন্টে রণবীর পরেছিলেন সাদা শার্টের সঙ্গে নেভি ব্লু স্যুট ও ট্রাউজার, আলিয়া ঝলমল করছিলেন সোনালি পোশাকে। অনুষ্ঠানে দু’জনে একসঙ্গে নেচেছেন ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ ছবির জনপ্রিয় গান ‘বদতমিজ দিল’-এ।

রণবীর ও আলিয়া ২০২২ সালের এপ্রিলে বিয়ে করেন। তাঁদের মেয়ে রাহা জন্ম নেয় সেই বছরের নভেম্বরে। ২০২৩ সালের বড়দিনে প্রথমবার জনসমক্ষে রাহাকে নিয়ে হাজির হয়েছিলেন এই তারকা দম্পতি।

 
আলিয়া এখন ব্যস্ত ‘আলফা’ ছবির শুটিংয়ে। একটি অ্যাকশন থ্রিলার যেখানে তিনি এক মহিলা কমব্যাট ইউনিটের কমান্ডিং অফিসারের ভূমিকায়। তবে সবচেয়ে বড় চমক-আলিয়া, রণবীর ও ভিকি কৌশল একসঙ্গে দেখা দেবেন সঞ্জয় লীলা বনশালির পিরিয়ড রোমান্টিক ড্রামা ‘লভ অ্যান্ড ওয়ার’-এ। অন্যদিকে রণবীরকে দেখা যাবে নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ ছবিতে, সাই পল্লবী ও যশের সঙ্গে।