সংবাদসংস্থা মুম্বই: বলিউডে ছবি থেকে সিরিজের দুনিয়ায় পরিচিত মুখ এষা গুপ্তা। সম্প্রতি, 'এমএক্স প্লেয়ার'-এর জনপ্রিয় ওয়েব সিরিজ 'আশ্রম ৩'-এ ববি দেওলের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী।
এষার স্পষ্ট জবাব, এই ধরনের দৃশ্য তাঁর কাছে কোনও সমস্যা নয়, বরং পেশাগতভাবে তিনি এগুলোকে স্বাভাবিক মনে করেন। তাঁর কথায়, "আমি গত ১০ বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছি। বহুবার এমন দৃশ্যে অভিনয় করেছি। প্রথমবার হয়তো একটু অস্বস্তি ছিল, কিন্তু এখন আর কোনও সমস্যা হয় না। মানুষ ভাবেন ঘনিষ্ঠ দৃশ্য করা কঠিন, কিন্তু বাস্তবে যদি কোনও সমস্যা না থাকে, তাহলে এগুলো সহজেই ফুটিয়ে তোলা যায়।"
এষা আরও বলেন, "একজন অভিনেতার কাছে প্রতিটি দৃশ্যই চ্যালেঞ্জিং। তা কান্নার হোক বা গাড়ি চালানোর। তবে যখন পেশাদার সহ-অভিনেতার সঙ্গে কাজ করা হয়, তখন ঘনিষ্ঠ দৃশ্যে কোনও অস্বস্তি কাজ করে না।"
ববি দেওলের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, "আমি নিশ্চিত ববি এর আগেও এমন দৃশ্যে অভিনয় করেছেন। তাই আমার সঙ্গে একটুও অস্বস্তিতে পড়েননি। তাছাড়া আমরা শটের বাইরে অনেক বিষয়ে আলোচনা করেছি। কীভাবে আরও ভাল করে প্রতিটা দৃশ্য পর্দায় ফুটিয়ে তোলা যায় আমরা সেই চেষ্টাই করেছি। তাই এত সাবলীল লেগেছে আমাদের।"
