গত মঙ্গলবার সকালটা যে অভিনেতা ইমরান হাশমির জন্য এতটা টানটান, এতটা আশঙ্কার হয়ে উঠবে, তা হয়তো তিনি নিজেও ভাবেননি। মুম্বই থেকে আমেদাবাদে যাওয়ার পথে মাঝ আকাশেই এক রুদ্ধশ্বাস পরিস্থিতির মুখে পড়েন এই বলিউড অভিনেতা। আমেদাবাদ বিমানবন্দরে নির্ধারিত সময়ে অবতরণ করতে ব্যর্থ হয় তাঁর যাত্রা করা বিমান। শেষমেশ সেই উড়ান ঘুরিয়ে দেওয়া হয় রাজস্থানের জয়পুরের দিকে।

 

 

জানা গিয়েছে, নিজের আসন্ন ওয়েব সিরিজ ‘তস্করী: দ্য স্মাগলার্স ওয়েব’-এর প্রচারের জন্যই মুম্বই থেকে আমেদাবাদে যাচ্ছিলেন ইমরান। তিনি আকাসা এয়ারের যে বিমানে সফর করছিলেন, সেটি ছিল ফ্লাইট নম্বর কিউপি ১৭৮১১ (QP 1781)। বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ মডেলের ওই বিমানটি সকাল প্রায় ৮টা ৪০ মিনিট নাগাদ মুম্বই বিমানবন্দর থেকে উড়েছিল। নির্ধারিত সূচি অনুযায়ী সকাল ১০টা নাগাদ আমেদাবাদে নামার কথা ছিল উড়ানটির।

 

 

 

 

 

কিন্তু আমেদাবাদ বিমানবন্দরের কাছাকাছি পৌঁছতেই ল্যান্ডিং-সংক্রান্ত সমস্যার মুখে পড়েন পাইলটরা। সংবাদমাধ্যম সূত্রে খবর, বিমানটি নামানোর জন্য দু’বার চেষ্টা করা হলেও, দু’বারই তা ব্যর্থ হয়। পরিস্থিতির গুরুত্ব বুঝে এবং যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তৃতীয়বার ঝুঁকি না নিয়ে ফ্লাইটটি অন্যত্র ঘুরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন পাইলটরা।

 

 

এরপরই উড়ানটি নিরাপদে জয়পুর বিমানবন্দরে অবতরণ করে। স্বস্তির খবর, বিমানে থাকা সমস্ত যাত্রীই সম্পূর্ণ সুস্থ রয়েছেন। বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে বলেই মনে করছে বিমান চলাচল সংক্রান্ত মহল।

 

 

মাঝআকাশে হঠাৎ এই অভিজ্ঞতা নিঃসন্দেহে ইমরান হাশমির জন্য এক রীতিমতো চাপের মুহূর্ত ছিল। তবে পাইলটদের তৎপরতা ও সঠিক সিদ্ধান্তের জেরে অক্ষতভাবেই শেষ পর্যন্ত মাটিতে নামতে পেরেছেন অভিনেতা-সহ সকল যাত্রী।