সংবাদ সংস্থা মুম্বই: ফের পর্দায় আসছে ‘ভাইজান’-এর ঝড়! সলমন খানের বহু প্রতীক্ষিত ছবি ‘সিকান্দর’-এর ট্রেলারে ধরা পড়েছে তাঁর অদম্য রূপ — অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো এক নির্মম কিন্তু জনদরদী যোদ্ধা।

 

সম্প্রতি, এই ছবির প্রচারে এক প্রাণখোলা আড্ডায় সলমনের সঙ্গে হাজির ছিলেন ‘সিকান্দর’-এর পরিচালক এ আর মুরুগাদোস এবং বলিউডের 'মিস্টার পারফেকশনিস্ট' আমির খান। সেখানেই মজার ছলে শুরু হয় সলমন-আমিরের খুনসুটি। দুই খান মিলে মুরুগাদোসকে জিজ্ঞেস করেন, “কে বেশি ভাল অভিনেতা? কে বেশি পরিশ্রমী? কে বেশি সৎ?” আমির হেসে বলে ওঠেন, “এইসব একঘেয়ে কথা বাদ দাও!”

 

তবে এই হাসিঠাট্টার মাঝেও আমির প্রকাশ্যে বলে ওঠেন, “ও (সলমন) সত্যিই অসাধারণ অভিনেতা। ‘দাবাং’ দেখেছ তো? ওর আবেগের দৃশ্যগুলো দুর্দান্ত।” শোনামাত্রই মুরুগাদোস যোগ করেন, “ক্যামেরা যখন শুধু ওঁর মুখের ক্লোজআপে, পাশে কেউ নেই, সলমন তখনও গ্লিসারিন ছাড়াই কাঁদতে পারে। সেটাই ওঁর সবচেয়ে বড় শক্তি।”

 

‘সিকান্দর’-এ সলমনের সঙ্গে রয়েছেন রশ্মিকা মন্দানা এবং কাজল আগরওয়াল। রশ্মিকার প্রতি মুগ্ধ সলমন বলেন, “রশ্মিকা দিন-রাত খেটে চলেছে। ও ‘সিকান্দর’ আর ‘পুষ্পা ২’-এর শিডিউল একসঙ্গে সামলিয়েছে, ঘুমেরও সময় পাচ্ছে না।” ছবিটি প্রযোজনা করেছেন সাজিদ নাদিয়াদওয়ালা, পরিচালনা করেছেন ‘গজিনী’, ‘হলিডে’ ছবিখ্যাত এ আর মুরুগাদোস।

 

এবার অপেক্ষা ৩০ মার্চের, কারণ সেদিনই  দেখা যাবে প্রেক্ষাগৃহে কতটা উঠবে সলমনের ‘সিকান্দর’-এর ঝড়।