সংবাদ সংস্থা মুম্বই: গত সপ্তাহেই মুক্তি পেয়েছে ভিকি কৌশল-রশ্মিকা মন্দানা অভিনীত ছবি ‘ছাবা’। ছবিতে জেশুবাঈ ভোঁসলে এবং ছত্রপতি শম্ভাজি মহারাজ-এর চরিত্রে ধরা দিয়েছেন রশ্মিকা এবং ভিকি। ‘ছাবা’তে মুঘলসম্রাট ঔরঙ্গজেব-এর ভূমিকায় রয়েছেন অক্ষয় খান্না। মুক্তি পাওয়ার পর থেকেই দারুণ চর্চিত এই ছবি। বিশ্বব্যাপী ভাল ব্যবসা করার পাশাপাশি এই ছবি ঘিরে দর্শকের নানান কিসিমের উন্মাদনার মুহূর্তও ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। তবে এবারে গুজরাতে যা হল, তা ছাপিয়ে গিয়েছে আগের সব ঘটনাকে। 

 

১৯৬০ সাল থেকে গুজরাতে মদ নিষিদ্ধ। ‘ড্রাই স্টেট’ গুজরাতে মদ তৈরি, বিক্রি, মজুত এবং খাওয়া নিষিদ্ধ। সেই রাজ্যের ভারুচ অঞ্চলে আর কে থিয়েটার্স নামের এক প্রেক্ষাগৃহে রমরমিয়ে চলছে 'ছাবা'। রবিবার রাতের শো যখন জমে উঠেছে, তখনই আচমকা এক মদ্যপ দর্শক পর্দার সামনে গিয়ে হাজির হয়। এবং অগ্নি নির্বাপক যন্ত্রের সাহায্যে পর্দা ছিঁড়ে ফেলে! মুহূর্তে হইচই শুরু হয় প্রেক্ষাগৃহের অন্দরে। মোদী-শাহের রাজ্যের এ ধরনের কীর্তি দেখে হাঁ নেটপাড়া। পুলিশ ওই ব্যক্তিকে আটক করেছে। জানা গিয়েছে ওই ব্যক্তির নাম জয়েশ ভাসাভা। 

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Amazing Ankleshwar (@amazing_ankleshwar)