নিজস্ব সংবাদদাতা: সমস্যা যেন আর পিছু ছাড়ছে না ডোনা গঙ্গোপাধ্যায়ের। একাধিকবার ট্রোলিংয়ের পর এবার ফেসবুক প্রোফাইল হ্যাক হল ডোনা গঙ্গোপাধ্যায়ের। ইতিমধ্যেই বিভিন্ন আপত্তিকর পোস্টে ভরে উঠেছে ডোনা গঙ্গোপাধ্যায়ের ফেসবুক প্রোফাইল। 

 

৪০ হাজারেরও বেশি ফলোয়ার্স রয়েছে এই প্রোফাইলে। হঠাৎ করেই বদলে যায় ছবি। এরপর নানা ধরনের আপত্তিকর পোস্ট দেখা যায় ওই প্রোফাইল জুড়ে। শুধু তাই নয় অর্ধনগ্ন ছবি পোস্ট করার পাশাপাশি এই প্রোফাইল থেকে বিভিন্ন প্রোফাইলে পর্নোগ্রাফি পাঠানো হচ্ছে বলেও জানা গিয়েছে। ডোনা গঙ্গোপাধ্যায়কে নিয়ে নানা ধরনের লেখা পোস্ট হতে থাকে একের পর এক। ফলে এই প্রোফাইল নিয়ে বেশ চিন্তায় নৃত্যশিল্পী। 

 

কিছুদিন আগেও ডোনা গঙ্গোপাধ্যায়ের ফেসবুক প্রোফাইল হ্যাক হলেও অনেক কষ্টে তা উদ্ধার করা হয়। ইতিমধ্যেই সাইবার ক্রাইম বিভাগের সঙ্গে যোগাযোগ করেছেন তিনি। পরিচিতদের জানানোর চেষ্টা করছেন যে এই প্রোফাইল থেকে হওয়া কোন পোষ্টই তাঁর নিজের করা নয়। এর আগে প্রোফাইলের ছবিতে একজন পুরুষের ছবি দেখা গেলেও এই মুহূর্তে আর কোনও ছবি দেখা যাচ্ছে না। 

 

তবে এই ঘটনা নিয়ে বেশ চিন্তায় রয়েছেন তিনি। কেন বারবার হ্যাক করা হচ্ছে তাঁর প্রোফাইল? তা ভাবাচ্ছে ডোনাকে। কিছুদিন আগে আরজি কর কাণ্ডে নিয়ে করা একটি মন্তব্যকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় চরম ট্রোলিংয়ের শিকার হন ডোনা, এরপরই আবার ঘটল এই ঘটনা। বিপদ যেন আর পিছু ছাড়ছে না তাঁর। আপাতত যত তাড়াতাড়ি সম্ভব এই প্রোফাইল উদ্ধার করার চেষ্টা চালিয়ে যাচ্ছে সাইবার ক্রাইম বিভাগ।