সদ্যই মুক্তি পেয়েছে 'ধুরন্ধর'। আদিত্য ধর পরিচালিত এই ছবি নিয়ে দর্শকদের মধ্যে আলাদাই উন্মাদনা, অপেক্ষা ছিল। অবশেষে সেই ছবি বড়পর্দায় আসতেই বক্স অফিসে রীতিমত ঝড় তুলেছে। একাধিক রিভিউ যেমন প্রকাশ্যে আসছে, তেমনই দর্শকরা এক অদ্ভুত জিনিস খুঁজে বের করেছেন। তবে আপনি যদি এখনও 'ধুরন্ধর' না থেকে থাকেন তাহলে এখানে কিন্তু স্পয়লার পাবেন! 

সমাজমাধ্যমে একাধিক দর্শক দাবি করছেন 'উড়ি দ্য সার্জিক্যাল স্ট্রাইক' এবং 'ধুরন্ধর' ছবি দুটোর মধ্যে নাকি যোগসূত্র রয়েছে। আদিত্য ধর পরিচালিত দু'টো ছবিতে কী এমন মিল পাওয়া গেল? 

২০১৯ সালে মুক্তি পেয়েছিল 'উড়ি দ্য সার্জিক্যাল স্ট্রাইক'। বক্স অফিস তোলপাড় করেছিল সেই ছবি। আদিত্য ধরের সেটাই প্রথম ছবি ছিল। ৬ বছর পর মুক্তি পাওয়া 'ধুরন্ধর' ছবিতে সেই উড়ির প্রসঙ্গ এল কীভাবে?

'ধুরন্ধর' ছবির ট্রেলারে অর্জুন রামপালের চরিত্রটি রণবীর সিংয়ের চরিত্রের সঙ্গে আলাপ করিয়ে জানান যে তার নাম হামজা। ছবিটি যাঁরা দেখেছেন তাঁরা জানেন, এই ছবিতে রণবীর সিং একজন গুপ্তচরের ভূমিকায় অভিনয় করেছেন। আর তাঁর সেই ছদ্মবেশের নাম হল হামজা। কিন্তু 'ধুরন্ধর' ছবির শেষে জানা যায় তাঁর আসল নাম জ্যাসকৃত সিং রঙ্গী। এই নাম থেকেই দর্শকরা এক অদ্ভুত মিল খুঁজে পেয়েছেন দর্শকরা। 

'উড়ি দ্য সার্জিক্যাল স্ট্রাইক' ছবিতে কীর্তি কুলহারি অভিনীত চরিত্রটির কথা মনে আছে? অর্থাৎ ফ্লাইট লেফটেনেন্ট সিরত কৌর? সেই চরিত্র নিজের পরিবারের তথা স্বামীর বিষয়ে ভিকি কৌশলের চরিত্রকে জানিয়েছিলেন যে তাঁর স্বামীর নাম জ্যাসকৃত সিং রঙ্গী। যিনি নৌশেরা সেক্টরের কাজ করতে গিয়ে শহিদ হয়েছিলেন। দুইয়ে দুইয়ে সহজেই চার করেছেন দর্শকরা। 

কেউ বলেছেন, আদিত্য ধর গুপ্তচর বা স্পাই ইউনিভার্স তৈরি করছেন। কারও মতে, 'দুর্দান্ত ক্রসওভার।' এটিকে 'আদিত্য ধর ইউনিভার্স' বলে মনে করছেন অনেকে। যদিও আবার কারও কারও মতে, এটা নিছক কাকতালীয়, দু'টোর মধ্যে কোনও মিল নেই। কারণ সময়কাল মিলছে না দু'টো ছবির। 

'ধুরন্ধর' ছবিটিতে রণবীর সিং ছাড়াও রয়েছেন সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল, অক্ষয় খান্না, আর মাধবন, সারা অর্জুন প্রমুখ। এই ছবির দ্বিতীয় ভাগ আসবে শীঘ্রই। জানা গিয়েছে ১৯ মার্চ ২০২৬ সালে মুক্তি পাবে 'ধুরন্ধর ২'। দর্শকরা আপাতত সেই ছবির জন্য অপেক্ষারত।