সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?

স্বামীর পদবী সরালেন দিব্যা

সম্প্রতি, মুক্তি ওয়েব প্ল্যাটফর্ম 'নেটফ্লিক্স'-এ মুক্তি পেয়েছে অনিল কাপুর, দিব্যা খোসলা অভিনীত ছবি 'স্যাভি'। মুক্তির পরেই দর্শকের থেকে পেয়েছে দারুণ ইতিবাচক প্রতিক্রিয়া। কিন্তু হঠাৎ নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে স্বামী ভুষণ কুমারের পদবী সরিয়ে দিলেন দিব্যা। মুম্বই সংবাদ মাধ্যম সূত্রে খবর, বলিউডের বিখ্যাত জ্যোতিষী সঞ্জয় বি জুমানির পরামর্শে এই সিদ্ধান্ত নিয়েছেন দিব্যা।

শাহরুখকে কী বললেন জন সিনা?

অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের শাহী বিয়েতে দেখা গিয়েছিল দেশ বিদেশের বহু তারকাদের।এই অনুষ্ঠানেই শাহরুখ খানের সঙ্গে দেখা হয়ে গেল ডব্লিউডব্লিউই-এর বিখ্যাত তারকা তথা জনপ্রিয় হলিউড অভিনেতা জন সিনার। শাহরুখকে প্রথমবার সামনে থেকে দেখার অভিজ্ঞতা ভাগ করে নিয়ে জন সিনা এক সাক্ষাৎকারে বলেন, "এত দয়ালু এবং ভাল মানুষ আগে কখনও দেখেনি। এত বড় মাপের একজন অভিনেতা শাহরুখ। যাঁর বিশ্বজোড়া খ্যাতি। তবুও বিন্দুমাত্র অহংকার নেই। সত্যিই এমন মানুষ এখন বিরল।"


অভিনয়ে কে সাহায্য করেছিলেন তৃপ্তিকে?

সম্প্রতি, মুম্বই সংবাদ মাধ্যমের এক সাক্ষাৎকারে কেরিয়ারের শুরুর দিকের কিছু কথা তুলে এনেছেন অভিনেত্রী তৃপ্তি দিমরি। তিনি বলেন, "অভিনেত্রী হিসেবে আমি যখন প্রথম এই ইন্ডাস্ট্রিতে আসি, আমায় সাহায্য করার মতো কেউ ছিল না। কিন্তু 'লায়লা মজনু'তে অভিনয় করার সময় আমার সহ অভিনেতা অবিনাশ তিওয়ারি অ্যাক্টিং ওয়ার্কশপের কথা আমায় বলে। এমনকী সেখানে আমায় নিয়েও যায়। যা অনেক উপকার করেছিল অভিনয় জগতে নতুন পদক্ষেপ নিতে।"