টলিপাড়ায় দুই নায়ক-নায়িকার দ্বন্দ্ব এখনও মেটেনি! বহাল রয়েছে তর্জা। পরিস্থিতি এবার আরও গুরুতর রূপ নিয়েছে। কথা হচ্ছে জিতু কামাল ও দিতিপ্রিয়া রায়কে নিয়ে। এবার নাকি 'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিক থেকে সরে আসার চিন্তাভাবনা করছেন। শুধু তাই-ই নয়, অভিনেত্রী মহিলা কমিশন এবং আর্টিস্ট ফোরামের দ্বারস্থও হয়েছেন বলে খবর। 

 

 

জানা যাচ্ছে, মহিলা কমিশনের কাছে কীভাবে দরখাস্ত দেওয়া যায়, সেই বিষয়ে তিনি পরামর্শ নেওয়ার জন্য যোগাযোগ করেছিলেন লীনা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। আজকাল ডট ইন-কে লীনা গঙ্গোপাধ্যায় বলেন, "দিতিপ্রিয়া যোগাযোগ করেছিল ঠিকই, কিন্তু কোনও চিঠি জমা দেয়নি। পরামর্শ নিতে ফোন করেছিল। তবে শুনলাম আর্টিস্ট ফোরামের কাছে কিছু আবেদন জানিয়েছে।"

 

 

আর্টিস্ট ফোরামের সদস্য অভিনেতা দিগন্ত বাগচীর সঙ্গে আজকাল ডট ইন-এর পক্ষ থেকে যোগাযোগ করা হলে তিনি বলেন, "শনিবার সকালে দিতিপ্রিয়ার পক্ষ থেকে একটা অভিযোগ এসেছে। শুটিংয়ের অন্দর মহলে যা সমস্যা হয় আর কী। তবে আমরা বিষয়টা নিয়ে আলোচনা করব। দেখা যাক কী সিদ্ধান্তে আসা যায়।" 

 

 

প্রসঙ্গত, বেশ কয়েকদিন ধরে চলা নানা বিতর্কের পর আবারও 'চিরদিনই তুমি যে আমার'-এ 'আর্য'র চরিত্রে ফিরেছিলেন জিতু। জিতু-দিতিপ্রিয়াকে নিয়ে চলা বিতর্কের মাঝে আর্য সিংহ রায়ের চরিত্রে অন্য অভিনেতাদের ভাবা হলেও কেউই রাজি হননি। তবে শুধু এই কারণে নয়, দর্শকদের ভালবাসার জোরে আবার নিজের জায়গায় স্বমহিমায় ফিরলেন জিতু। শোনা যাচ্ছে, এক্ষেত্রে চ্যানেলের সিদ্ধান্তই ছিল সর্বোপরি। এই চরিত্রে যে জিতুকে আবার দেখা যাবে তা ভাবতে পারেননি অনেকেই। বৃহস্পতিবার টিআরপি বেরনোর পরেই নিজেই সমাজমাধ্যমে এই কথা জানিয়েছিলেন অভিনেতা। জিতু এ-ও যে, কল টাইম পেয়েছেন। মাঝে মাত্র একদিন কেটেছে‌। এর মধ্যেই ধারাবাহিকের শুটিং ফ্লোরের অন্দরে কী এমন ঘটল? যার জেরে আবারও সহ-অভিনেতাকে নিয়ে বেঁকে বসলেন দিতিপ্রিয়া? 

 

 

অভিনেত্রীর সঙ্গে আজকাল ডট ইন-এর পক্ষ থেকে যোগাযোগ করা হলেও ফোনে তিনি অধরা। এই দ্বন্দ্বের ভবিষ্যৎ কী? তবে কি কোনওভাবেই মিটবে না জিতু-দিতিপ্রিয়ার সংঘাত? এর কোপ এসে পড়বে কি ধারাবাহিকের উপর? টিআরপিতে ভাল ফল করলেও নায়ক-নায়িকার দ্বন্দ্বে অকালেই বন্ধ হবে এই মেগা? উত্তরের অপেক্ষায় দর্শক।