বাংলা ছবির দুনিয়ায় নতুন ঝড় তুলেছে দেবের ‘ধূমকেতু’। তবে শুধু বাংলা নয়, গোটা ভারত জুড়েই এই ছবি ঘিরে তৈরি হয়েছে অদ্ভুত উত্তেজনা। ইতিমধ্যেই জানা গিয়েছে, সারা ভারত জুড়ে ৩০টি-রও বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এই দেব-শুভশ্রীর রি মেগা প্রজেক্ট। সবচেয়ে আশ্চর্যের বিষয়—এমন সব প্রেক্ষাগৃহ থেকেও ‘ধূমকেতু’র জন্য অনুরোধ আসছে, যেখানে আগে কোনওদিনও বাংলা ছবি রিলিজ হয়নি!
পরিবেশক শতদীপ সাহা ফেসবুকে একটি পোস্ট করে জানিয়েছেন, দিন গড়ানোর সঙ্গে সঙ্গে আরও বেশি সংখ্যক হল মালিকরাই ‘ধূমকেতু’ প্রদর্শনের ইচ্ছা প্রকাশ করছেন। অর্থাৎ বাংলা ছবির জন্য একেবারে নতুন দিগন্ত খুলে দিতে চলেছেন দেব। আগামীকালই সেই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে, কোথায় কোথায় মুক্তি পাচ্ছে এই ছবি। শতদীপের সেই পোস্ট ভাগ করে নিয়েছেন ‘ধূমকেতু’ ছবির পরিচালক কৌশিক গাঙ্গুলি।

গোটা বিষয়টা জানতে শতদীপের সঙ্গে যোগাযোগ করেছিল আজকাল ডট ইন। আগামিকাল অর্থাৎ ২২ আগস্ট ‘ধূমকেতু’ প্যান-ইন্ডিয়া মুক্তি পাচ্ছে। কোথায় কোথায় মুক্তি পাচ্ছে এই ছবি? এক নিঃশ্বাসে শতদীপ বলে চললেন, “জামশেদপুর, ঝাড়খণ্ড, ধানবাদ, পাঞ্জাব, অসম, মুম্বই, পুণে, দিল্লি, লখনউ, হায়দরাবাদ, চেন্নাই। এবং এই সব জায়গায় ধূমকেতু কিন্তু মুক্তি পাচ্ছে বাংলা ভাষাতেই! কোনও ডাবড ভার্সনে নয়। তবে অবশ্যই ইংরেজি সাব টাইটেল থাকছে ছবির সঙ্গে। প্রাথমিকভাবে সেসব প্রেক্ষাগৃহে আগামী ৭ দিনের জন্য থাকবে ‘ধূমকেতু’।”
সামান্য থেমে তিনি আরও যোগ করেন, “এইসব রাজ্যের পরিবেশকরা ‘ধূমকেতু’-র নিয়ে এখানকার দর্শকের উন্মাদনাটা টের পেয়েছেন বলেই, ছবিটা তাঁরা চাইছেন। এত জিজ্ঞাসা করছেন। একজন পরিবেশক হিসেবে, বাংলা ছবিপ্রেমী হিসেবে বলব এটা তো অবশ্যই দারুণ ব্যাপার।” প্রশ্ন ছিল ভিন রাজ্যে ধূমকেতু কি সিঙ্গল স্ক্রিনে মুক্তি পাচ্ছে না কি সিঙ্গল-মাল্টিপ্লেক্স সব ধরনের প্রেক্ষাগৃহ মিলিয়ে? ঝটিতি জবাব ভেসে আসে – “না, না। সিঙ্গল স্ক্রিনে নয়। সবক'টি মাল্টিপ্লেক্সে।” প্রশ্ন ছিল, এর আগে দেব অভিনীত কোনও ছবি প্যান ইন্ডিয়া মুক্তির জন্য এরকম সাড়া পেয়েছে? জবাব আসে, “নাহ! এর আগে এত বড় অঞ্চল জুড়ে...না। তবে, দেবের প্রজাপতি বেশ ভাল সাড়া পেলেও এরকম সাড়া পায়নি। এককথায়, অভূতপূর্ব।”
উল্লেখ্য, দেবের এই বহুল প্রতীক্ষিত ছবি মুক্তির আগেই বাঙালি দর্শকের মনে তৈরি করেছে প্রবল কৌতূহল। কলকাতা থেকে মুম্বই, দিল্লি থেকে হায়দরাবাদ—সব জায়গাতেই ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ধুমকেতু জ্বরে টিকিটের খোঁজখবর। শিল্পমহলের দাবি, এ ছবি বাংলার বক্স অফিসে যেমন ইতিহাস গড়তে পারে, তেমনই গোটা ভারতীয় সিনেমায়ও বাংলা ছবির জন্য নতুন বাজার তৈরি করতে পারে।
এককথায়, বাংলার আকাশ ছাড়িয়ে ‘ধুমকেতু’ এবার সারা দেশে!
