নিজস্ব সংবাদদাতা: একদিকে ইশা সাহা, অন্যদিকে প্রিয়াঙ্কা সরকার। মাঝে বন্ধুত্বের সেতু। পরিচালক রোহন সেনের আসন্ন ছবি 'নায়িকা'তে টলিউডের এই দুই তাবড় অভিনেত্রীকে এক ফ্রেমে দেখা যাবে। ইতিমধ্যেই প্রায় শেষের দিকে ছবির শুটিং।
ছবি প্রসঙ্গে আজকাল ডট ইন-কে রোহন জানিয়েছিলেন, পরিচালক ঋতুপর্ণ ঘোষ তাঁর ধ্যান জ্ঞান। তাঁর ছবিতে যেভাবে নারী চরিত্রগুলো ফুটে উঠত, সেরকম আর কোনও ছবিতে দেখা যায়না। বরাবরই রোহনের ইচ্ছে ছিল নারী কেন্দ্রিক ছবি তৈরি করার। যেখানে নারীদের মনের গহনকে খুব পরিস্কারভাবে দর্শক দেখতে পারবেন। তাই 'নায়িকা'র ভাবনা।
ছবির কাজ শেষের দিকে এগোতেই নতুন পরিকল্পনায় পরিচালক। এবার শুধু পরিচালনায় নয়, সরাসরি ক্যামেরার সামনে দেখা যাবে রোহনকে। টলিপাড়ার অন্দরের খবর, নিজের পরিচালনায় এবার অভিনয় করতে চলেছেন রোহন। বন্ধুত্বের গল্প ফুটে উঠবে ছবিতে। গল্পে তাঁর সঙ্গে রয়েছে বেশকিছু নতুন মুখ। তাঁরই প্রযোজনা সংস্থার ব্যানারে আসছে ছবিটি। ইতিমধ্যেই হয়ে গিয়েছে শুটিংও। কিন্তু এখনও চূড়ান্ত হয়নি ছবির নাম। পরিচালক না অভিনেতা রোহন, দর্শকের কাছে কে বেশি নম্বর পায় এখন সেটাই দেখার।
প্রসঙ্গত, 'নায়িকা'র গল্পে দেখা যাবে, এক জন চলচ্চিত্র জগতের তারকা অভিনেত্রী। অন্য জন গৃহবধূ। সমাজের বিপরীত মেরুর দুই নারী এক সময়ের কাছের বন্ধু ছিল। এরপর তাঁদের ঘটনাচক্রে দেখা হয়। তারপর বদল ঘটে দুজনের জীবনেই। এই নিয়েই এগোয় গল্প। ছবিতে ইশার চরিত্রটির নাম 'রায়া'। অন্য দিকে, গৃহবধূ প্রিয়াঙ্কার চরিত্রের নাম 'সোহিনী'। দুই অভিনেত্রীর দু'জনেই সিনেমা থেকে সিরিজের জগতে নিজের জায়গা পাকা করেছেন। এবার তাঁদের পর্দায় নতুনভাবে চিনবেন দর্শক।
অন্যদিকে, নায়িকাদের মাঝে একমাত্র নায়কের চরিত্রে দেখা যেতে চলেছে ছোটপর্দায় পরিচিত মুখ রেজওয়ান রব্বানি শেখকে। সূত্রের খবর, ইশা সাহার বিপরীতে দেখা যাবে রেজওয়ানকে। এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন লাবণী সরকার ও শুভ্রজিৎ দত্ত।
