সংবাদ সংস্থা মুম্বই: ‘উর্দিতে’ মজেছেন প্রভাস । ‘দ্য রাজা সাব’-এর পরপরই শুরু হচ্ছে অভিনেতার নতুন ছবির কাজ। প্রভাসের হাতে এখন একাধিক ছবি—রোমান্টিক হরর, অ্যাকশন, কপ-ড্রামা থেকে শুরু করে সাইকোলজিকাল থ্রিলার—সবই তাঁর তালিকায়। তবে এবার যা খবর শোনা যাচ্ছে তাতে স্পষ্ট ফের সেনাভিত্তিক একটি ছবিতে দেখা যেতে পারে প্রভাস-কে। খবর, 'আমরণ' ছবির সফল পরিচালক রাজকুমার পেরিয়াসামি একটি সেনাবাহিনীর পটভূমিকায় নির্মিত গল্প শুনিয়েছেন প্রভাসকে আর প্রথম শুনেই নায়ক এতটাই মুগ্ধ হয়েছেন যে দ্বিতীয়বার গল্প শুনতে চেয়ে বসেন!

 

 

সূত্রের দাবি, প্রভাস নাকি সেই ছবির গল্প শুনেই এতটাই উত্তেজিত হয়ে পড়েন যে তিনি চিত্রনাট্য আবার শুনতে চেয়েছেন। পরবর্তী  স্ক্রিপ্ট রাইডিং সেশনের পরই সম্ভবত এই প্রজেক্ট 'অফিশিয়ালি লক' হবে। ছবিটির প্রযোজনার দায়িত্বে রয়েছে ইউভি ক্রিয়েশনস, যারা প্রভাসের সঙ্গে আগেও একাধিক কাজ করেছে। যদিও অভিনেতা বা পরিচালকের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

 

 

রাজকুমার পেরিয়াসামির শেষ ছবি ‘আমরণ’ ছিল এক রক্তগরম যুদ্ধভিত্তিক বায়োপিক, যেখানে ছিলেন শিবকার্তিকেয়ান এবং সাই পল্লবী। শহিদ মেজর মুকুন্দ বরদারাজনের জীবনের ওপর ভিত্তি করে তৈরি ছবিটি কামাল হাসানের রাজ কমল ফিল্মস ইন্টারন্যাশনাল-এর প্রযোজনায় মুক্তি পায় এবং বক্স অফিসে রীতিমতো ঝড় তোলে।