নিজস্ব সংবাদদাতা: বেসরকারি চ্যানেলের ভুয়ো নথি, স্ট্যাম্প, লোগো ব্যবহার করার অভিযোগে এফআইআর দায়ের হয় পরিচালক রাজর্ষি দে'র বিরুদ্ধে। ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান্স এবং ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার সভাপতি স্বরূপ বিশ্বাসের নামে টাকা তোলার অভিযোগও ওঠে পরিচালকের নামে। এমনকী নুসরত জাহানের সই নকল করার অভিযোগ উঠেছে রাজর্ষি দের বিরুদ্ধে। এই সমস্ত অভিযোগ এনেছেন প্রযোজক অরিন্দম ঘোষ।
এই প্রসঙ্গে রাজর্ষি দে আজকাল ডট ইন-কে বলেন, "এত বছর টলিউডে কাজ করছি, আজ পর্যন্ত আমার বিরুদ্ধে কোনও জালিয়াতির অভিযোগ পাওয়া যায়নি। সিনেমা বানাতে গিয়ে টাকার অভাব থাকলে বাড়ির গয়না বেচেও টেকনিশিয়ানদের বকেয়া পারিশ্রমিক মিটিয়েছি। কিন্তু কোনওদিন কারওর দিকে অভিযোগের আঙুল তুলিনি। একটাই প্রশ্ন রয়েছে, অরিন্দমের দেওয়া ৭৩ লক্ষ টাকার চেক বাউন্স হয়েছে দু'বার। যার জেরে ছবির শুটিং আটকে। এদিকে, এই কথা প্রযোজককে জানানোর পর একটা মিটিং ডাকেন তাঁরা। যেখানে আমি থাকতে পারিনি ব্যক্তিগত কারণ বশত। বারবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনও উত্তর মেলেনি। এরপরেই আমার বিরুদ্ধে উল্টো অভিযোগ আসতে শুরু করেছে।"
নুসরতের সই জাল করার অভিযোগ প্রসঙ্গে রাজর্ষি দে আরও বলেন, "আমার কাছে যে ডকুমেন্ট আছে, সেখানে লেখা রয়েছে, নুসরতের সঙ্গে ১০ লক্ষ টাকার চুক্তি হয়। ৯ লক্ষ টাকা তাঁকে দেওয়া হয়েছে। ১ লক্ষ দেওয়া হয়নি। আর এই ডকুমেন্ট ইম্পা এবং ফেডারেশনের কাছেও মেল মারফত পাঠানো হয়েছে। যে চুক্তির কথা আপনি বলছেন, সেটায় ১৫ লক্ষ টাকার বিষয়টি ভুল ছিল। এটা ইম্পাকেও জানানো হয়েছে।"
রাজর্ষি বলেন, "এই ঘটনায় সরকার বা ফেডারেশন যুক্ত নন। তাঁদের সমর্থন ছাড়া যতটুকু শুটিং হয়েছে তা সম্ভব হত না। এই অভিযোগের পিছনে কে বা কারা আছেন তা খুব তাড়াতাড়ি আইনি সাহায্যে খুঁজে বের করব।"
