সলমন খান অভিনীত ‘ব্যাটল অফ গালওয়ান’ চলতি বছরের অন্যতম প্রতীক্ষিত ছবি। অভিনেতার জন্মদিনে ছবির টিজার প্রকাশ্যে আসে। সেই টিজার ঘিরে নেটমাধ্যমে যদিও মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছিল। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি ভিডিও, যাকে ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে। বহু নেটিজেনের দাবি, ওই ভিডিওটি নাকি ‘ব্যাটল অফ গালওয়ান’-এর একটি দৃশ্য। তবে বাস্তবটা সম্পূর্ণ ভিন্ন। ভিডিওটি আদতে এআই প্রযুক্তিতে তৈরি।
ভাইরাল হওয়া ওই ভিডিওয় দেখা যায়, মুখে আঘাতের চিহ্ন নিয়ে মাটিতে পড়ে রয়েছেন সলমন। কিছুক্ষণের মধ্যেই তিনি উঠে দাঁড়ান এবং হাতে একটি বেসবল ব্যাট নিয়ে চিনা সেনাদের দিকে এগিয়ে যান। ভিডিওটি এতটাই নিখুঁতভাবে তৈরি যে প্রথম নজরে সেটিকে ছবির আসল দৃশ্য বলেই মনে হয়। স্বাভাবিকভাবেই তা দেখে বিভ্রান্ত হয়েছেন অনেকেই।
তবে বিষয়টি নজর এড়ায়নি নেটিজেনদের একাংশের। একজন এক্স (প্রাক্তন টুইটার) ব্যবহারকারী লেখেন, ‘ঘটনার সময় সেখানে বরফ ছিল না। এটা স্পষ্টতই এআই জেনারেটেড মনে হচ্ছে।’ আরেকজন কটাক্ষ করে লেখেন, ‘এই এআই বানানো জিনিস ইনস্টাগ্রামে দেখিয়ে মানুষকে বোকা বানান। এখানে তো পড়াশোনা জানা লোকজন আছে।’
মজার বিষয়, কেউ কেউ আবার ভিডিওটির প্রশংসাও করেছেন। এক নেটিজেন মন্তব্য করেন, ‘এটা আসল টিজারের থেকেও ভাল। বরং এটাকেই টিজার হিসাবে ছাড়া হলে বেশি কাজ দিত।’
উল্লেখ্য, ‘ব্যাটল অফ গালওয়ান’ মুক্তি পাওয়ার কথা ২০২৬ সালের ১৭ এপ্রিল। সলমনের অনুরাগী এবং সিনেমাপ্রেমীরা ছবিটি নিয়ে যথেষ্ট আগ্রহী হলেও, টিজার প্রত্যাশামতো প্রভাব ফেলতে পারেনি বলেই মত অনেকের। ফলে এখন সকলের নজর ছবির ট্রেলারের দিকে।
এই ছবিটি অনুপ্রাণিত ২০২০ সালের ১৫-১৬ জুন রাতে পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত ও চিনা সেনার মধ্যে হওয়া সংঘর্ষ থেকে। টিজার প্রকাশের পরেই চিনা সংবাদমাধ্যম অভিযোগ তোলে, ছবিটি নাকি ঘটনার তথ্য বিকৃত করছে। যদিও এই বিতর্ক নিয়ে এখনও পর্যন্ত সলমন বা ছবির পরিচালক অপূর্ব লাখিয়া, কেউই প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া দেননি।
সলমন ছাড়াও ছবির মুখ্য ভূমিকায় রয়েছেন চিত্রাঙ্গদা সিং। পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অঙ্কুর ভাটিয়া, অভিলাষ চৌধুরী, বিপিন ভারদ্বাজ এবং হীরা সোহালকে। ছবিটি ঘিরে উত্তেজনা যেমন বাড়ছে, তেমনই এআই-তৈরি ভুয়ো ভিডিও নতুন করে আলোচনা উসকে দিল বলেই মনে করছেন অনেকে।
