৫ ডিসেম্বর মুক্তি পেল ধুরন্ধর। বক্স অফিসে প্রথমদিনই রীতিমত ঝড় তুলেছে রণবীর সিংয়ের ছবি। জানা যাচ্ছে অর্ধেক বেলা পর্যন্ত প্রায় ১৭ কোটি টাকা আয় করেছে। ২৫০ কোটি টাকা বাজেটে তৈরি হওয়া এই ছবি করতে কোন অভিনেতা কত টাকা নিয়েছেন জানেন?
রিপোর্ট অনুযায়ী, এই ছবির মুখ্য অভিনেতা, রণবীর সিং, যিনি একজন গুপ্তচরের ভূমিকায় অভিনয় করেছেন, তিনি ছবির এই প্রথম ভাগে অভিনয় করতে ৩০ থেকে ৫০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন। অন্যদিকে আর মাধবন নিয়েছেন ৯ কোটি টাকা। তিনি এই ছবিতে অজয় সান্যালের চরিত্রে অভিনয় করেছেন যেটি ভারতের জাতীয় নিরাপত্তার মুখ্য উপদেষ্টা অজিত ডোভালের অনুকরণে তৈরি হয়েছে।
ধুরন্ধর ছবিতে রেহমান ডাকাতের চরিত্রে ধরা দিয়েছেন অক্ষয় খান্না। এই চরিত্রের জন্য অভিনেতা ২.৫ কোটি টাকা নিয়েছেন। সঞ্জয় দত্তের ঝুলিতে গিয়েছে ১০ কোটি টাকা। তিনি পাকিস্তানের পুলিশ অফিসার এসপি চৌধুরী আসলামের ভূমিকায় অভিনয় করেছেন। মেজর ইকবাল রূপে ছবিতে অভিনয় করতে ১ কোটি টাকা নিয়েছেন অর্জুন রামপাল। মনে করা হচ্ছে তাঁর চরিত্রটি আতঙ্কবাদী ইলায়াস কাশ্মীরির অনুকরণে করা হয়েছে। ছবির নায়িকা এবং অর্জুন রামপালের পারিশ্রমিক এক। সারা অর্জুনও ১ কোটি টাকা পেয়েছেন এই ছবির জন্য।
প্রসঙ্গত ধুরন্ধর ছবিটি মুক্তি পেতে না পেতেই জানা গিয়েছে এটির দ্বিতীয় ভাগ আসছে। এই ছবির শেষেই পোস্ট ক্রেডিটে জানানো হয়েছে 'ধুরন্ধর ২' আসছে। ফলে স্রেফ গুঞ্জন নয়, বিষয়টাকে সিলমোহর দিলেন ছবির নির্মাতারা। 'ধুরন্ধর ২' আগামী বছর অর্থাৎ ২০২৬ সালেই মুক্তি পাবে। তাও কবে? ১৯ মার্চ। হ্যাঁ, মাত্র ৩ মাসের ব্যবধানে মুক্তি পাবে রণবীর সিং অভিনীত এই ছবির দ্বিতীয় ভাগ। ফলে এখান থেকে এতটুকু স্পষ্ট যে পরিচালক আদিত্য ধর ছবিটির দুটো ভাগের শুটিংই একেবারে করে রেখেছেন। 'ধুরন্ধর' ছবিটি ৩ ঘণ্টা ৩০ মিনিটের। টানটান স্ক্রিপ্ট, মারকাটারি অ্যাকশনে জমে উঠেছে ধুরন্ধর। ফলে দর্শকদের নজর এখন 'ধুরন্ধর ২' -এর দিকে। এর আগেও একাধিক ছবির সিক্যুয়েল এসেছে, কিন্তু এত কম সময়ের ব্যবধানে বোধহয় এই প্রথম। ফলে সেটা নিয়ে প্রত্যাশা তুঙ্গে সকলের।
প্রসঙ্গত 'ধুরন্ধর' ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন রণবীর সিং, সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, অর্জুন রামপাল, আর মাধবন, সারা অর্জুন, প্রমুখ।
