মুম্বইয়ের পুরসভা নির্বাচনে ভোট দিতে গিয়ে চরম হেনস্থার শিকার হলেন জনপ্রিয় অভিনেত্রী সৌম্য ট্যান্ডন। বলিউডের পরিচিত মুখ সৌম্যর নাম ভোটার তালিকা থেকে রহস্যজনকভাবে উধাও হয়ে যাওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে মহারাষ্ট্রের রাজনীতিক ও বিনোদন মহলে।

 

বৃহস্পতিবার মুম্বইয়ের স্থানীয় বুথে ভোট দিতে গিয়েছিলেন 'ধুরন্ধর' খ্যাত সৌম্য। কিন্তু ঘণ্টার পর ঘণ্টা এক কেন্দ্র থেকে অন্য কেন্দ্রে ঘুরেও নিজের নাম খুঁজে পাননি তিনি। নিজের ক্ষোভ উগড়ে দিয়ে অভিনেত্রী মুম্বই সংবাদমাধ্যমের কাছে জানান, নির্বাচনের কয়েক দিন আগেই তিনি অনলাইনে সমস্ত তথ্য যাচাই করেছিলেন। ভোটার পোর্টালে তাঁর নাম ও বুথের নম্বর সুনির্দিষ্টভাবে উল্লেখ করা ছিল। এমনকী প্রমাণের জন্য তিনি সেই অনলাইন তথ্যের স্ক্রিনশটও নিজের ফোনে রেখেছিলেন। কিন্তু ভোটের দিন বুথে পৌঁছতেই দৃশ্য বদলে যায়।

 

সৌম্যর অভিযোগ, তিনি প্রথমে তাঁর বাড়ির কাছের নির্দিষ্ট ভোটকেন্দ্রে যান। সেখানকার কর্মীরা তাঁকে জানান, তালিকায় তাঁর নাম নেই এবং তাঁকে অন্য একটি বুথে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। এরপর তিনি আরও দুটি ভিন্ন বুথে যান, কিন্তু কোথাও তাঁর নামের হদিশ মেলেনি। 


অভিনেত্রী সংবাদমাধ্যমকে বলেন, "অনলাইনে আমার বুথ নম্বর ও লোকেশন স্পষ্ট দেওয়া ছিল। কিন্তু বাস্তবে গিয়ে দেখছি সেখানে আমার নামই নেই। ডিউটিতে থাকা অফিসাররা আমাকে এক জায়গা থেকে অন্য জায়গায় ছোটাচ্ছেন। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং বিভ্রান্তিকর।"

 


এই ঘটনায় প্রশাসনের গাফিলতি নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। সৌম্যর মতে, একজন সচেতন নাগরিক হিসেবে তিনি সময়মতো ভোট দিতে চেয়েছিলেন। কিন্তু সরকারি ব্যবস্থার এই চূড়ান্ত অব্যবস্থাপনার কারণে তাঁকে ভোট না দিয়েই ফিরে আসতে হতে পারে—এমন আশঙ্কায় তিনি ক্ষুব্ধ। 

 

তিনি প্রশ্ন তোলেন, যদি একজন পরিচিত ব্যক্তিত্বের সঙ্গেই এমন বিভ্রাট ঘটে, তবে সাধারণ মানুষের অবস্থা কী হতে পারে?

 

উল্লেখ্য, মুম্বই ও মহারাষ্ট্রের একাধিক জায়গায় ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার অভিযোগ নতুন নয়। এর আগেও অনেক সাধারণ মানুষ একই সমস্যার সম্মুখীন হয়েছেন। সৌম্য ট্যান্ডনের মতো একজন তারকা এই সমস্যার কথা সমাজমাধ্যম ও সংবাদমাধ্যমে তুলে ধরায় প্রশাসনের অস্বস্তি আরও বেড়েছে। নির্বাচন কমিশনের পোর্টাল এক কথা বলছে, আর বুথের নথিপত্র অন্য কথা—এই ডিজিটাল ইন্ডিয়ার যুগে বড়সড় প্রশ্নচিহ্ন খাড়া করে দিল।

 

এই ঘটনা মুম্বই পুরসভা নির্বাচনের সুষ্ঠু ব্যবস্থাপনা নিয়ে নতুন করে বিতর্ক উসকে দিয়েছে।ভোটারদের একাংশের অভিযোগ, ভোটার তালিকা হালনাগাদ করার ক্ষেত্রে ব্যাপক ত্রুটি রয়ে গিয়েছে, যার মাসুল দিতে হচ্ছে সাধারণ ভোটারদের।