রণবীর সিং অভিনীত ছবি ধুরন্ধর বক্স অফিসে কার্যত ঝড় তুলেছিল। বিশাল সাফল্যের পর ছবির সিক্যুয়েল ‘ধুরন্ধর ২’ নিয়ে দর্শকদের প্রত্যাশা এখন তুঙ্গে। ঠিক সেই আবহেই নতুন করে উত্তেজনা বাড়ালো একটি খবর। শোনা যাচ্ছে, ছবিতে বিশেষ চমক হিসেবে দেখা যেতে পারে ভিকি কৌশলকে!
খবর অনুযায়ী, ‘ধুরন্ধর ২’-এ এক্সটেন্ডেড ক্যামিওতে ভিকি কৌশল আবার ফিরছেন তাঁর জনপ্রিয় চরিত্র মেজর বিহান শেরগিল হিসেবে, যাকে দর্শক শেষবার দেখেছিলেন আদিত্য ধরের যুদ্ধভিত্তিক ছবি ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ (২০১৯)-এ।
এক সূত্রের খবর, আদিত্য ধর ইচ্ছাকৃতভাবেই ছবির স্টার পাওয়ার নিয়ে মুখে কুলুপ এঁটে রেখেছেন। পরিচালক ধীরে ধীরে ‘ধুরন্ধর ইউনিভার্স’ তৈরি করার পরিকল্পনায় রয়েছেন এবং সেই কারণেই আলাদা টাইমলাইনে থাকা উরি-র একটি ট্র্যাক কৌশলে ঢুকিয়ে দিয়েছেন এই ছবিতে।সূত্রের কথায়, “উরি ছবির গল্পের সময়কাল ২০১৬ হলেও, সেই চরিত্রকে 'ধুরন্ধর ২'-এ আনা হয়েছে। তবে ভিকি ও রণবীরের চরিত্র মুখোমুখি হবে কি না, তা এখনও স্পষ্ট নয়। ভিকির ক্যামিওতে কয়েকটি বড় অ্যাকশন দৃশ্য থাকছে।”
আরও শোনা যাচ্ছে, ভিকি কৌশল ইতিমধ্যেই তাঁর অংশের শুটিং সেরে ফেলেছেন। আরও চমকপ্রদ তথ্য হল, এই শুটিং হয়েছে গত বছরই, অর্থাৎ 'ধুরন্ধর' ব্লকবাস্টার হওয়ার আগেই। সূত্র জানিয়েছে, “ভিকি আদিত্য ধরের অন্যতম প্রিয় অভিনেতা। ভবিষ্যতে স্পিন-অফের রাস্তা খুলে দেওয়ার মতো করেই তাঁর দৃশ্যগুলো ডিজাইন করা হয়েছে।”
আদিত্য ধরের পরিচালনায় তৈরি 'ধুরন্ধর' শুধু বাণিজ্যিক ছবি হিসেবেই সাফল্যই নয়, সমালোচকদের প্রশংসাও কুড়িয়েছে। স্যাকনিল্ক-এর তথ্য অনুযায়ী, ছবিটি ৪৫ দিনের মাথায় বিশ্বজুড়ে আয় করেছে প্রায় ১২৮৩.৫ কোটি টাকা। ভারতের বাজারে সংগ্রহ ৯৮৯.৯ কোটি টাকা এবং বিদেশে আয় ২৯৩.৬ কোটি টাকা, যা ২০২৫ সালের সবচেয়ে বড় সিনেমা হিসেবে ধুরন্ধর-কে প্রতিষ্ঠিত করেছে।
এদিকে ভিকি কৌশল বর্তমানে ব্যস্ত সঞ্জয় লীলা বনশালির উচ্চাকাঙ্ক্ষী ছবি লভ অ্যান্ড ওয়ার-এর শুটিংয়ে। রণবীর কাপুর ও আলিয়া ভাটের সঙ্গে এই ছবির মুক্তি আপাতত পিছিয়ে ২০২৭ করা হয়েছে। ছবির বিশাল স্কেল এবং এখনও বাকি থাকা শুটিংয়ের কারণেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে প্রোডাকশনের ঘনিষ্ঠ সূত্র। জুনের মধ্যে শুটিং শেষ করে ছবিটি যাবে দীর্ঘ ও নিখুঁত পোস্ট-প্রোডাকশন পর্যায়ে।
সব মিলিয়ে, ‘ধুরন্ধর ২’-এ ভিকি কৌশলের সংযোজন শুধু একটি ক্যামিও নয় বরং আদিত্য ধরের পরিকল্পিত ‘ইউনিভার্স’-এর বড় ইঙ্গিত বলেই মনে করছে ইন্ডাস্ট্রি।
