সংবাদ সংস্থা মুম্বই: বলিউডের অন্যতম জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘ধামাল’ নতুন অধ্যায়ে পা দিচ্ছে। এবং এবার একরাশ চমক নিয়ে ফিরছেন ঈশা গুপ্তা! পরিচালক ইন্দ্র কুমারের হাত ধরে এই ফ্র্যাঞ্চাইজির চতুর্থ ছবি ‘ধামাল ৪’ ইতিমধ্যেই শুটিং ফ্লোরে, আর সেইসঙ্গে শুরু হয়ে গিয়েছে জোরদার গুঞ্জন।
২০১৯ সালের টোটাল ‘ধামাল’-এ এক ঝলকে দেখা গিয়েছিল ঈশা গুপ্তাকে। এবার সেই ছোট্ট ঝলক থেকে বড় চরিত্রে রূপান্তর—ধামাল ৪-এ ঈশার উপস্থিতি শুধু ‘অতিথি শিল্পী’-এ আটকে নেই, বরং তিনি এক গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন বলেই জানা গিয়েছে। পরিচালক ইন্দ্র কুমার নিজেই এক সাক্ষাৎকারে বলেছেন, “ঈশা শুধু দারুণ অভিনেত্রীই নন, অসাধারণ একজন মানুষ। ওকে আবার ধামালের টিমে পেয়ে দারুণ লাগছে।”

 

ছবির টিম ইতিমধ্যেই মালশেজ ঘাটে প্রথম ধাপের শ্যুটিং শেষ করে ফেলেছে। এরপর শুটিং চলছে মুম্বইয়ে। সোশ্যাল মিডিয়ায় শুটিংয়ের কিছু ‘বিহাইন্ড দ্য সিন’ ছবি শেয়ার করে লেখা হয়েছে—“ ফের পাগলামো! মালশেজ শিডিউল শেষে এখন মুম্বইয়ের পালা! হাসির তুফান শুরু হোক”

 

এই ছবিতে ফের দেখা যাবে অজয় দেবগন, রিতেশ দেশমুখ, আরশাদ ওয়ার্সি, সঞ্জয় মিশ্র, জাভেদ জাফরি, বিজয় পটেকর, সঞ্জীদা শেখ, রবি কিষণ, অঞ্জলি আনন্দ ও উপেন্দ্র লিমায়ের মতো অভিনেতাদের। সবথেকে বড় চমক—এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে নাকি থাকবেন মাধুরী দীক্ষিতও! যদিও তিনি এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন, তবে গুঞ্জন অনুযায়ী, তাঁর উপস্থিতি ছবি ঘিরে আগ্রহ আরও বাড়াবে।

 

প্রযোজক সংস্থা ও নির্মাতাদের আশা, ধামাল ৪-এ থাকবে আগের তিনটি ছবির থেকেও বেশি মজা, বেশি কনফিউশন এবং অবশ্যই আরও বেশি হাসির তাণ্ডব। আর ঈদের মতো বড় উৎসবের আবহে ছবির মুক্তি—এ যে বক্স অফিসে বিশাল ‘ধামাকা’ হতে চলেছে, তা বলাই বাহুল্য। নির্মাতাদের লক্ষ্য আগামী বছর অর্থাৎ ২০২৬-এর ঈদে বড়পর্দায় নিয়ে আসা এই ছবিকে।