অপেক্ষার আর পাঁচদিন। ২৬ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত ‘রঘু ডাকাত’। নামভূমিকায় দেব। শনিবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রকাশ্যে এল ছবির ট্রেলার। ইতিহাস, অ্যাকশন, টানটান উত্তেজনার মিশেলে রচিত হয়েছে যে আখ্যান, তারই কিছুটা স্বাদ পেলেন দর্শক। বা়ড়ল আগ্রহ, পারদ চড়ল উন্মাদনার।
দেব সাধনার ফল রঘু ডাকাত’। শুধুমাত্র এই চরিত্র হয়ে উঠতেই নিজেকে পুরোপুরি ভেঙে নতুন করে গড়েছেন অভিনেতা। তাঁর পাশে থাকতে উপস্থিত ছিলেন অগুনতি অনুরাগী। রথীজিৎ ভট্টাচার্য এবং নীলাঞ্জন চট্টোপাধ্যায় অনুষ্ঠানের মঞ্চে যখন দেবের একের পর এক সুপারহিট গান গাইছেন, হর্ষধ্বনিতে তখন কান পাতা দায়! দেবের দীর্ঘ যাত্রাপথের শুরু থেকে বর্তমানের বাধভাঙা খ্যাতি, পর্দায় ভিড় করে এল স্মৃতিরাও।
জাঁকজমকে মোড়া এই অনুষ্ঠান শুধু ‘রঘু ডাকাত’-কে ঘিরে নয়। এটি টলিউডে দেবের ২০ বছর পূর্তির উদযাপনও বটে। ‘অগ্নিশপথ’ করে যে যাত্রা শুরু হয়েছিল দু’দশক পেরিয়ে ‘রঘু’ হয়ে তারই এক নতুন অধ্যায় শুরু করছেন দেব। তাঁকে শুভেচ্ছা জানাতে এসেছেন স্বয়ং ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ‘রঘু ডাকাত’-এর সঙ্গে একই দিনে মুক্তি পাচ্ছে তাঁর ছবি ‘দেবী চৌধুরাণী’। কিন্তু বক্স অফিসের প্রতিদ্বন্দ্বিতা ভুলে অনুজের পাশে থাকলেন অগ্রজ। প্রশংসায় ভরিয়ে দিলেন তাঁকে। মঞ্চে উঠে বললেন, “দেব যেভাবে দর্শককে আনন্দ দিয়ে যাচ্ছে, ওকে আমার অনেক ভালবাসা, আশীর্বাদ আর শুভেচ্ছা। যাতে আগামী ৩০ বছর ধরে যাতে ও এভাবেই আনন্দ দিয়ে যেতে পারে সকলকে।”
ইতিমধ্যেই ‘রঘু ডাকাত’-এর ‘ঝিলমিল লাগে রে’ দর্শকের মন জয় করেছে। সেই গানেই নাচ করে আরও একবার মঞ্চে মুগ্ধতা ছড়ালেন ইধিকা পাল। দর্শকাসনে ছিলেন ধ্রুব, অভিজিৎ সেন, কমলেশ্বর মুখোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়ের মতো তারকারা।
<iframe width="695" height="391" src="https://www.youtube.com/embed/QrWh3Ww3Zn0" title="Raghu Dakat | Official Teaser | Dev, Idhika, Anirban, Sohini | Dhrubo Banerjee | SVF | This Puja" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share" referrerpolicy="strict-origin-when-cross-origin" allowfullscreen></iframe>
ট্রেলার লঞ্চের মাধ্যমে এক শুভ কাজের শুভ সূচনা করল 'রঘু ডাকাত' টিম। ৪৯ টাকা দিয়ে টিকিট কেটে তবেই দর্শক দেখতে পাবেন এই ট্রেলার লঞ্চ। তবে অনেকেই ভাবতে পারেন ট্রেলার লঞ্চ দেখার জন্য কেন টাকা দিয়ে টিকিট কাটবেন তারা? এর পেছনে রয়েছে দারুণ ভাবনা। টেকনিশিয়ান অর্থাৎ কলাকুশলীরা আসলে কখনই সামনে আসেন না, তবে তাদের ছাড়া এত বড় ছবি এমনকী যেকোনও কাজই করা অসম্ভব ব্যাপার। তবে তারা হয়তো বেশ কিছু ক্ষেত্রে উপেক্ষিত থেকে যান। তাই পুজোর আগে তাদের কথা মাথায় রেখেই এমন দারুণ সিদ্ধান্ত নিয়েছেন দেব এবং শ্রীকান্ত মোহতা। অর্থাৎ টাকা পুরোটাই যাবে টেকনিশিয়ান ওয়েলফেয়ার ট্রাস্টে। এই টাকাটা প্রয়োজন মত ব্যবহার করতে পারবেন তাঁরা।
২০ বছর ধরে ইন্ডাস্ট্রি থেকে যা যা পেয়েছেন, তারই কিছুটা যেন কিছুটা ফিরিয়ে দিতে চান দেব। বিনোদন হোক বা ভালবাসা, কোনও কিছুতেই খামতি রাখতে চান না ‘মেগাস্টার’।
