নিজস্ব সংবাদদাতা: ১৪ আগস্ট অর্থাৎ আগামিকাল মুক্তি পাওয়ার কথা ছিল দেবের ছবি 'খাদান'-এর টিজারের। সেই কথা নিজেই সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন অভিনেতা। কিন্তু এবার আজ জি কর-এ মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের প্রতিবাদে বড় পদক্ষেপ নিলেন দেব। 

সোশ্যাল মিডিয়ায় 'দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারস'-এর তরফে জানানো হল এই ঘটনার প্রতিবাদে আগামিকাল মুক্তি পাচ্ছে না 'খাদান'-এর টিজার।

দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারস'-এর তরফে ওই পোস্টে লেখা হয়েছে, "আর জি কর-এর মর্মান্তিক ও ভয়াবহ ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা প্রত্যেকে গভীরভাবে শোকাহত এবং ক্ষুব্ধ। এই ধরনের নৃশংসতার বিরুদ্ধে দৃঢ় প্রতিবাদে , আমরা আমাদের ছবি 'খাদান'-এর টিজারের মুক্তি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি।

এই সময় আমাদের মনোযোগ ওই মহিলা চিকিৎসকের বিচারে্য দিকে থাকা উচিত। আমরা দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানাই। আমরা ন্যায়বিচারের পাশে আছি।"

শনিবার রাতেই ছুটি কাটাতে শহর ছেড়েছেন দেব-রুক্মিনী। সোশ্যাল মিডিয়ায় জুটিতে ভাগ করেছেন একগুচ্ছ ছবি। সেই সঙ্গেই দিয়েছিলেন 'খাদান'-এর টিজার মুক্তি পাওয়ার সুখবর। কিন্তু বর্তমানে পরিস্থিতির কথা মাথায় রেখেই এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন দেব।