দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। টলিউডের অন্যতম জনপ্রিয় ও চর্চিত জুটি। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে গত বছর প্রেক্ষাগৃহে মুক্তি পায় তাঁদের ছবি ‘ধূমকেতু’। প্রায় ন’ বছরের অপেক্ষা কাটিয়ে বড়পর্দায় ফিরেই এই ছবি বক্স অফিসে ঝড় তোলে, একের পর এক রেকর্ড ভেঙে দেয়। দর্শকের উন্মাদনা আর অনুরাগীদের ভালবাসায় আবারও ভরে ওঠে প্রেক্ষাগৃহ। পর্দার সেই চেনা রসায়নেই ফের মজে ওঠেন দর্শক, আর ‘দেশু’ জুটিকে ঘিরে উচ্ছ্বাসে মাতেন অনুরাগীরা।
নতুন বছরের শুরুতেই এল বড় চমক। সব বিতর্ক, মান-অভিমান পেরিয়ে আবারও বড়পর্দায় একসঙ্গে ফিরছেন দেব ও শুভশ্রী। আর জল্পনা নয়। এই সুখবর নিজেরাই অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন দুই তারকা। একটি পোস্টে ঘোষণা করা হয়েছে, ‘দেশু’ জুটির সপ্তম ছবি মুক্তি পাবে ২০২৬ সালের পুজোয়।
তবে এবার শুধু রোমান্সেই সীমাবদ্ধ থাকছে না তাঁদের জুটি। প্রেমের সঙ্গে ছবিতে থাকছে টানটান রোমাঞ্চের ছোঁয়াও। ছবির তালিকায় হাফ সেঞ্চুরি পার করে দেব এবার দর্শকদের জন্য নিয়ে আসছেন এক নতুন উপহার। আপাতত সেই ছবির প্রস্তুতিতেই ব্যস্ত নায়ক। আর অনুরাগীদের উত্তেজনাও তুঙ্গে।
দেব–শুভশ্রীর জুটি কতটা সফল, তা আলাদা করে বলে দিতে হয় না। একসময় ‘চ্যালেঞ্জ’, ‘পরাণ যায় জ্বলিয়া রে’, ‘খোকাবাবু’র মতো একের পর এক সুপারহিট ছবি দিয়ে তাঁরা বক্স অফিসে সোনালি অধ্যায় রচনা করেছিলেন। দর্শকের ভালবসা আর ব্যবসায়িক সাফল্যে এই জুটি হয়ে উঠেছিল টলিউডের অন্যতম ভরসাযোগ্য নাম।
মাঝখানে ব্যক্তিগত টানাপোড়েনের কারণে দীর্ঘ সময় একসঙ্গে দেখা যায়নি তাঁদের। তবে বহু প্রতীক্ষার পর মুক্তি পাওয়া ‘ধূমকেতু’ আবারও প্রমাণ করে দিয়েছে যে, এই জুটির জনপ্রিয়তায় এতটুকুও ভাটা পড়েনি। বরং সময়ের সঙ্গে সঙ্গে দর্শকের আগ্রহ আরও বেড়েছে। সেই কারণেই ফের পর্দায় একসঙ্গে ফিরছেন দেব ও শুভশ্রী। পুরনো রসায়নের নতুন অধ্যায় লিখতে।
‘ধূমকেতু’র সাফল্যের পর মনে করা হচ্ছিল, দেব–শুভশ্রীর সম্পর্কের জট অনেকটাই কেটে গিয়েছে। অতীতের তিক্ততা পিছনে ফেলে ছবির স্বার্থেই তাঁরা একসঙ্গে মাঠে নেমেছিলেন, চুটিয়ে করেছিলেন প্রচারও। প্রকাশ্যে ধরা পড়েছিল স্বচ্ছন্দ সহাবস্থান। কিন্তু সেই আবহ বেশিদিন স্থায়ী হল না। প্রচারের পর্ব শেষ হতেই আবারও সম্পর্কে ফাটলের ইঙ্গিত মিলতে শুরু করে, আর সেখান থেকেই নতুন করে তৈরি হয় জল্পনা ও বিতর্কের।
এক সাক্ষাৎকারে দেব মন্তব্য করেন, বর্তমান সময়ে ছবিটি তৈরি হলে হয়তো শুভশ্রীকে আর নায়িকার চরিত্রে নিতেন না তিনি। তাঁর মতে, সময়ের সঙ্গে অভিনেত্রীর মুখ থেকে সেই ‘ইনোসেন্স’ হারিয়ে গিয়েছে। দেবের এই বক্তব্য ভালভাবে নেননি শুভশ্রী। পাল্টা প্রশ্ন তুলে তিনি জানতে চান, তিনি কি শুধুমাত্র একজন নারী বলেই এমন মন্তব্যের মুখে পড়লেন? দুই সন্তানের মা ও পরিচালক রাজ চক্রবর্তীর স্ত্রী শুভশ্রী স্পষ্ট জানিয়ে দেন, এমন মন্তব্য কেউ করতে পারেন, তা তাঁর কল্পনাতীত। বিষয়টি ঘিরে তখন যথেষ্ট বিতর্কও তৈরি হয়েছিল। তবে সে সব ভুলে ফের একসঙ্গে তাঁরা। নতুন ম্যাজিক দেখার অপেক্ষায় দর্শক।
