'ধূমকেতু'র ট্রেলার লঞ্চ যে টলিউডে এমন এক ইতিহাস তৈরি করবে, তা ভাবেননি কেউই। অতীতের মান-অভিমান,রাগ-বিরহ সবকিছু ভুলে শুধুই একে অপরের কাছাকাছি দেব-শুভশ্রী। একে অপরকে আনব্লক করার পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় ফলো করলেন দেব-শুভশ্রী। অনুরাগীদের সামনে এরকম ঘটনা প্রথমবার। মন খুলে একে অপরের সঙ্গে কথা বললেন, নিজেদের সংসার নিয়ে হাসি-ঠাট্টা করলেন, এত বছর পর একসঙ্গে সেলফি তুললেন, নাচে-গানে আরও কাছাকাছি এলেন। তবে এখানেই শেষ নয়, অনুষ্ঠান শেষে দেব-শুভশ্রীর নতুন স্টোরি হাজির। 

 

 

 

 

১০ বছরের সব দূরত্ব মিটিয়ে ঠিক যেন আগের মতো দেব-শুভশ্রী। প্রথমবার দেখা হওয়ার পর শুভশ্রীকে অকপটে দেব জিজ্ঞাসা করলেন, কেন 'ধূমকেতু' ও দেবের নাম শুনে হাসি কমে যায় শুভশ্রীর মুখে? শুভশ্রীর সপাট জবাব, সবাই দেখেছেন কিন্তু দেব আসলে সেই হাসি দেখতে পাননি। এরপর সরাসরি আনব্লক করার কথা উঠলে শুভশ্রী বলে দেন তিনি প্রথম ব্লক করেননি, তবে শুধু মুখেই নয় নিজের ফোন চেক করে তা প্রমাণ করে দেন, দেবও অবশ্য দেখান তিনি আবার ফলো করা শুরু করলেন শুভশ্রীকে। এরপর অনুরাগীদের আবদারে একসঙ্গে সেলফিও তুললেন। অনেকেই ভেবেছিলেন ছবির প্রচারের জন্যই এত কিছু, তবে ট্রেলার লঞ্চ অনুষ্ঠানের শেষে নতুন স্টোরি দেব ও শুভশ্রীর। 

 

 

 

শুভশ্রীর তোলা সেলফি দু'জনেই নিজেদের সোশ্যাল মিডিয়ায় স্টোরিতে পোস্ট করলেন, মাত্র এক মিনিটের ব্যবধানে দেব এবং শুভশ্রী এই পোস্ট করেন। অদ্ভুতভাবে সময় মিলে যাওয়ার পাশাপাশি মিলে গেল স্টোরির ক্যাপশন। শুভশ্রী সেই ছবি পোস্ট করে লেখেন 'এমনি'। সঙ্গে আবার 'হুমম' লেখেন দেবও। মঞ্চে উঠেই প্রথমে দেবকে বন্ধুত্বের প্রস্তাব দেন শুভশ্রী। দেব কারণ জানতে চাওয়ায় তিনি বলেন 'এমনি'। ঠিক যেন চোখের সামনে ভেসে ওঠে 'চ্যালেঞ্জ' ছবির সেই রোমান্টিক দৃশ্য। 

 

 

পরে অবশ্য দেব শুভশ্রীকে নাচের প্রস্তাব দেন। এত বছর পর দেবের প্রস্তাব মেনে রোমান্টিক নাচ করেন টলিউডের এই বহু চর্চিত জুটি। 'ধূমকেতু' নাকি কখনওই শুভশ্রীকে ছাড়বে না, এই কথা নিজে মুখে বলেন দেব। এদিন প্রথমবার সামনাসামনি একে অপরের প্রশংসায় পঞ্চমুখ দেব ও শুভশ্রী। একে অপরের জন্য গাইলেন গান। এই ছবি বোধহয় অনেকটা দূরত্ব মিটিয়ে দিল, অপেক্ষার ফল আসলে কতটা ভাল হতে পারে তা প্রমাণ করে দিলে 'ধূমকেতু'। ১০ বছর আগের ও পরের দেব নাকি একেবারেই বদলাননি, এমনটাই দাবি করেছেন সাংসদ অভিনেতা। তবে শুভশ্রীর কথায় এই সময়টায় তিনি অনেকটাই বদলেছেন। এদিন যেন মন খুলে নিজেদের জমে থাকা কথা বলে ফেললেন এক সময়ের প্রাক্তন জুটি। 

 

 

আরও পড়ুন: 'আমার কাছে সমস্ত স্ক্রিনশট আছে, যথা সময়ে প্রকাশ করব...' 'নোংরা' হোয়াটসঅ্যাপ প্রসঙ্গে আজকাল ডট ইন-এ‌ মুখ খুললেন জিতু কামাল

 

তবে এরপর কী একসঙ্গে ছবি করবেন দেব-শুভশ্রী? এই প্রশ্নের মুখোমুখি হওয়া মাত্রই দু'জনেই জানালেন ভাল গল্প পরিচালক এবং প্রযোজক পেলে অবশ্যই তারা একসঙ্গে ছবি করবেন। শুধু তাই নয়, শুভশ্রীর প্রযোজনা সংস্থায় কাজের কথাও বললেন দেব। দেবের প্রথম প্রোডাকশনে শুভশ্রী বলেছিলেন তিনি কাজ করবেন, 'ধূমকেতু'র ক্ষেত্রে তেমনটাই হয়েছে। তবে শুভশ্রীর প্রযোজনা সংস্থা হলেও বিনা পারিশ্রমিকে কাজ করতে নারাজ অভিনেতা, মজার ছলে এও জানালেন। 'ধূমকেতু'র পর আবার এই জুটিকে দেখার অপেক্ষায় যেন আরও বেড়ে গেল দর্শকের।