জানুয়ারিতেই আসছে উইন্ডোজ প্রোডাকশনের ছবি 'ভানুপ্রিয়া ভূতের হোটেল'। এই ছবির মাধ্যমেই প্রথমবার ভৌতিক দুনিয়ায় কাজ করতে চলেছেন নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়।‌ ছবির পরিচালনার দায়িত্বে অরিত্র মুখোপাধ্যায়। 


 

মুক্তি পেল ছবির গান ‘আমি বার বার’। পরিচালক অরিত্র মুখোপাধ্যায়ের এই ছবিতে গানটি এক অদ্ভুত রোমান্টিক এবং রেট্রো আবহে তৈরি করা হয়েছে, যা একইসঙ্গে পুরনো দিনের নস্টালজিয়া এবং বর্তমান সময়ের আধুনিকতাকে তুলে ধরে। গানটির কথা ও সুর দিয়েছেন অর্ণব দত্ত এবং কণ্ঠ দিয়েছেন কাজল চ্যাটার্জি ও অর্ণব দত্ত নিজে। এই গানে বনি সেনগুপ্ত এবং স্বস্তিকা দত্তকে দেখা গিয়েছে একেবারে ক্লাসিক রেট্রো লুকে।


এই গান নিয়ে বনি সেনগুপ্ত বলেন, “শোনা মাত্রই গানটির প্রেমে পড়ে গিয়েছিলাম। আশা করছিলাম গানটি যেন আমার ওপরেই যেন তৈরি করা হয় এবং শেষ পর্যন্ত এটি আমার ও স্বস্তিকার ওপর করা হয়েছে বলে আমি খুব খুশি। এই রেট্রো লুক আমাদের দু'জনের জন্যই একদম নতুন ছিল এবং সেটের পরিবেশ ছিল অসাধারণ। গানটি মুক্তির পর থেকে দর্শকের যে সাড়া পাচ্ছি, তা এই গানকে আমার কাছে আরও বিশেষ করে তুলেছে।”

 


অভিনেত্রী স্বস্তিকা দত্ত বলেন, “এটা এমন একটা গান যা আমি সত্যিই বারবার শুনতে পারি। প্রথমবার রেট্রো অবতারে নিজেকে দেখাটা খুব উত্তেজনার ছিল এবং আমি এই লুকটা ভীষণ পছন্দ করেছি। অনেক বছর পর বনির সঙ্গে আবার কাজ করাটা এই গানটিকে আরও স্পেশাল করে তুলেছে। আমার বিশ্বাস দর্শক বারবার এই গানটি শুনবেন।”

 

গানটির সৃজনশীল ভাবনা নিয়ে পরিচালক অরিত্র মুখোপাধ্যায় বলেন, “আমরা ‘আমি বার বার’ গানটিকে নিছক প্রেমের গান হিসেবেই ভেবেছিলাম। অর্ণবের কম্পোজিশনে শুরু থেকেই একটা পুরনো দিনের জাদু ছিল। গানে আমরা রেট্রো আমেজ দিতে চেয়েছিলাম এবং বনি ও স্বস্তিকা ওদের রসায়ন দিয়ে সেটা সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। মেলোডি-নির্ভর গানের এমন ইতিবাচক সাড়া দেখে খুব ভাল লাগছে।”

 

রোমান্টিক হরর-কমেডি হিসেবে ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ নিয়ে দর্শকের মধ্যে যে আগ্রহ তৈরি হয়েছে, এই গানটি সেই উন্মাদনাকে যেন আরও এক ধাপ বাড়িয়ে দিল। এই ছবিতে দেখা যেতে চলেছে মিমি চক্রবর্তী ও সোহম মজুমদারের জুটিকেও। এছাড়াও থাকবেন বর্ষীয়ান অভিনেত্রী অনামিকা সাহা,কাঞ্চন মল্লিক, মানসী সিনহা, শ্রুতি দাস, রজত গঙ্গোপাধ্যায়, প্রিয়াঙ্কা ভট্টাচার্য উজান চট্টোপাধ্যায়,বিমল গিরি ও অপূর্ব বার। আগামী ২৩ জানুয়ারি, অর্থাৎ সরস্বতী পুজোর দিন বড়পর্দায় আসছে ছবিটি।