দীর্ঘদিন ধরেই বলিউডে রোমান্টিক কমেডি ঘরানার ছবিতে দীপিকা পাডুকোনের কামব্যাক নিয়ে আলোচনা চলছিল। অবশেষে সেই জল্পনায় এবার মুখ খুললেন অভিনেত্রী নিজেই। সম্প্রতি জন্মদিনের আগে ঘনিষ্ঠ কয়েকজন অনুরাগীকে নিয়ে একটি ব্যক্তিগত অনুষ্ঠানের আয়োজন করেছিলেন দীপিকা। সেখানেই তাঁর খোলামেলা আলোচনায় উঠে এল তাঁর ভবিষ্যৎ কাজ, পছন্দের ছবির ঘরানা রম-কমে ফেরার সম্ভাবনা।

 

অনুষ্ঠানে দীপিকার উদ্দেশ্যে এক অনুরাগীর প্রশ্ন ছিল সরাসরি, “কবে আবার আপনাকে রোমান্টিক-কমেডিতে দেখা যাবে?” উত্তরে দীপিকা স্পষ্ট করে জানান, তিনি নিজেও সেরকম ছবিতে কাজ  অপেক্ষায়। অভিনেত্রীর কথায়, “খুব শিগগিরই সেটা হবে বলে আশা রাখছি। একজন দর্শক হিসেবেও এবং অভিনেত্রী হিসেবেও ছবির এই ঘরানাটা আমার খুব প্রিয়।”

 

তবে আশার পাশাপাশি বাস্তবতার কথাও লুকোননি দীপিকা। তিনি স্বীকার করেন, বর্তমান সময়ে দর্শকের রুচি বদলাচ্ছে বলেই তাঁর মনে হয়। “আমার কখনও কখনও মনে হয়, দর্শক হয়তো এখন অন্য ধরনের গল্প খুঁজছেন। কিন্তু এখানে উপস্থিত যদি এতজন রম-কম দেখতে চান, তাহলে নিশ্চয়ই আরও অনেক দর্শকও তা চান,” বলেন তিনি।

 

অনুষ্ঠানে অনুরাগীদের উৎসাহের অভাব ছিল না। কেউ চাইলেন হৃতিক রোশনকে, কেউ আবার রানবীর কাপুরের সঙ্গে দীপিকাকে রোমান্টিক কমেডিতে দেখতে। অভিনেত্রী জানান, এই সম্ভাবনা নিয়ে আগেও কথা হয়েছে। তবে বক্তব্যের মাঝপথেই কেউ প্রস্তাব দেন, দু’জনের সঙ্গেই কাজ করলে কেমন হয়! এখানেই আলোচনায় ঢুকে পড়েন শাহরুখ খান। তবে সবকিছুকে ছাপিয়ে যায় দীপিকার স্বামী রণবীর সিংয়ের নাম, যা শুনে সবচেয়ে বেশি হাততালি পড়ে। রণবীরকে সঙ্গে নিয়ে রম-কম ছবি করার প্রস্তাবে দীপিকা শুধু হেসেই প্রতিক্রিয়া দেন।

 

এরপর কথাবার্তা ঘুরে যায় ওটিটি প্ল্যাটফর্মে কাজ করার প্রসঙ্গে। দীপিকা জানতে চান, তিনি যদি ওটিটিতে কাজ করেন, তবে অনুরাগীরা কি হতাশ হবেন? উত্তরে একবাক্যে অনুরাগীদের মত, দীপিকা শুধু বড়পর্দার জন্যই তৈরি।

 

রোমান্টিক কমেডি কম তৈরি হওয়ার কারণও ব্যাখ্যা করেন অভিনেত্রী। তাঁর কথায়, “আমরা নিয়মিত ভাল গল্প খুঁজি। ড্রামা, লভ স্টোরি, রম-কম। কিন্তু এখন খুব কম প্রযোজক এই ধরনের ছবিতে বিনিয়োগ করতে চান, আর লেখকরাও কম লিখছেন এ ধরনের ছবির গল্প।” এমনকী, অনুরাগীদের কাছ থেকেও এই বিষয়ে গল্প বা ভাল বইয়ের প্রস্তাব পেলে তা দেখার আগ্রহ প্রকাশ করেন তিনি।

 

 

যদিও এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, সম্প্রতি রানবীর কাপুরের সঙ্গে সম্ভাব্য নতুন ছবির গুঞ্জনেও শিরোনামে ছিলেন দীপিকা। আপাতত তিনি ব্যস্ত শাহরুখ খানের থ্রিলার ‘কিং’ এবং পরিচালক অ্যাটলির একটি বিজ্ঞানভিত্তিক বড় প্রজেক্ট নিয়ে। তবে রোমান্টিক কমেডিতে তাঁর কামব্যাকের  সম্ভাবনা যে পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না এবং তা হতে দিচ্ছেন না তিনি নিজেই, সে ইঙ্গিত স্পষ্ট।