বলিউডের অন্যতম প্রিয় জুটি ক্যাটরিনা কইফ এবং ভিকি কৌশল এবার প্রস্তুত তাঁদের জীবনের নতুন অধ্যায়ের জন্য— ঘরে আসছে প্রথম সন্তান। এই সুখবর প্রকাশ্যে আসতেই ভক্তরা খুশির ঢেউতে ভাসলেন। অভিনেতা–অভিনেত্রীদের বলিপাড়ার সহকর্মীরাও জানালেন শুভেচ্ছা। দীপিকা পাড়ুকোন, অনুষ্কা শর্মা এবং প্রীতি জিন্টা ভিকি-ক্যাটের জীবনের আসন্ন নয়া অধ্যায়ের জন্য আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

 

ভিকি-ক্যাট নিজেদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান, “আমাদের জীবনের সেরা অধ্যায় শুরু করতে চলেছি, হৃদয় ভরা আনন্দ আর কৃতজ্ঞতা নিয়ে।” সেই সঙ্গে শেয়ার করেছেন একটি পোলারয়েড ছবি, যেখানে দেখা যায় ক্যাটরিনা নিজের স্ফীতোদরকে স্নেহভরে আলিঙ্গন করছেন, আর ভিকি তাকিয়ে আছেন প্রেমময় চোখে।

 

সবথেকে নজর কেড়েছে দীপিকার শুভেচ্ছাবার্তা। ক্যাটরিনার পোস্টে দীপিকা স্রেফ ইভিল আই ইমোজি দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। ইভিল আই-অর্থাৎ 'যাতে নজর না লাগে!' আর তা দেখেই চক্ষু চড়কগাছ নেটপাড়া।  দুই অভিনেত্রীর সম্পর্ক একসময় শিরোনামে ছিল তিক্ততার কারণে। ২০০৯ সালে আজব প্রেম কি গজব কাহানি–এর শুটিংয়ের সময় রণবীর কাপুরকে কেন্দ্র করে ক্যাট-দীপিকার ঝামেলা শুরু হয়েছিল। কারণ শোনা যায়, সেই ছবির শুটিং চলাকালীনই ক্যাটরিনার সঙ্গে সম্পর্কে জড়ান রণবীর অথচ তিনি তখনও দীপিকার সঙ্গে সম্পর্কে ছিলেন! ফলে স্বভাবতই অনুমেয় দীপিকা-ক্যাটরিনার সম্পর্ক কোন পর্যায় নেমে যায়।  তবে সেই অধ্যায় আজ অতীত। দীপিকা নিজেও বলেছিলেন, “ব্রিজের তলা থেকে প্রচুর জল গড়িয়ে গিয়েছে। আমি সবসময়ই ওর প্রতি শ্রদ্ধাশীল ছিলাম। ওর কাজের প্রশংসা করি।” ক্যাটরিনাও এর আগে দীপিকা সম্পর্কে বলেছিলেন, “আমার মনে হয়েছিল, আমাকে ওদের রিসেপশনে যেতে হবে। রাতটা খুব আনন্দময় ও উষ্ণ ছিল। আমরা নাচলাম, পেটভরে খেয়েছিলাম, খুব আনন্দ করলাম।”

 

'ভিক্যাট '-এর আসন্ন সন্তান সংক্রান্ত তথ্য এখনও সীমিত। তবে ইন্ডাস্ট্রি সূত্রে জানা গেছে, ক্যাটরিনা ইতিমধ্যেই তৃতীয় ট্রাইমেস্টারে। তাঁর সন্তান আসার সম্ভাবনা রয়েছে অক্টোবর ১৫ থেকে ৩০–এর মধ্যে। দম্পতি চান, পুরো সময়টা ব্যক্তিগতভাবে কাটাতে, এবং সন্তানের জন্মের পর হয়তো আনুষ্ঠানিকভাবে খবর জানাবেন।

এই সুখবর শুধু বলিউড বা ভক্তদের জন্য নয়— এই খবর  বহন করে এক নতুন অধ্যায়ের শুরু, যেখানে প্রেম, পরিবার এবং আনন্দ মিলিত হয়েছে। ক্যাটরিনা ও ভিকির জন্য এই সময় বিশেষ, আর ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন নতুন সদস্যকে।