টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?

 

 

দীপিকার 'মম এরা'

 

 

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন সম্প্রতি তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইল ছবি বদলেছেন। নতুন এই ছবিটি তাঁর কন্যা সন্তান দুয়াকে কেন্দ্র করে, যেখানে তাঁর জীবনের নতুন অধ্যায় অর্থাৎ মাতৃত্বের প্রতিচ্ছবি ফুটে উঠেছে। দীপিকা যে বর্তমানে তাঁর জীবনের এই 'মা হওয়ার যুগ' বা 'মম এরা' পুরোপুরি উপভোগ করছেন, ছবিটি যেন সেই কথাই বলছে। রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন গত ৮ সেপ্টেম্বর, ২০২৪-এ তাঁদের প্রথম সন্তান দুয়ার আগমন বার্তা জানান। তারকা দম্পতি তাঁদের মেয়ের নাম ঘোষণা করার পর থেকেই অনুরাগীরা উচ্ছ্বসিত। যদিও এখনও পর্যন্ত মেয়েকে প্রকাশ্যে আনেননি তারকা-দম্পতি। নতুন প্রোফাইল ছবিতে দীপিকা একটি টি-শার্ট পরে আছেন, যাতে লেখা রয়েছে, 'ইন মাই মম এরা' (আমার মাতৃত্বের যুগে)। এই একটি বাক্যেই স্পষ্ট হয়ে যায় যে, অভিনেত্রী এখন তাঁর জীবনের এই নতুন ভূমিকায় কতটা মগ্ন। 

 

 

 

চটে গেলেন অক্ষয়!

 

 

বিমানবন্দরে অনুরাগীর সঙ্গে ছবি তোলার সময় হঠাৎই মেজাজ হারালেন বলিউড তারকা অক্ষয় কুমার। সম্প্রতি মেয়ে নিতারার সঙ্গে মুম্বই বিমানবন্দরে আসেন অভিনেতা। স্বভাবতই সেখানে অনুরাগীদের ভিড় জমে যায় নিজস্বী তোলার জন্য। অক্ষয় কুমার হাসিমুখে ছবি তোলার জন্য প্রস্তুত হলেও, এক অনুরাগী অভিনেতার কাঁধে হাত রাখতেই তিনি বিরক্ত হন। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, অনুরাগীদের সঙ্গে ছবি তোলার সময় এক ব্যক্তি অভিনেতার কাঁধে হাত রাখেন। এতে অক্ষয় কুমার তৎক্ষণাৎ তাঁকে ধমক দিয়ে বলেন, "হাত নামান, হাত রাখবেন না। অভিনেতার এমন আচরণ দেখে সেই অনুরাগী সঙ্গে সঙ্গে হাত সরিয়ে নেন। এরপর অক্ষয় কুমার নিজের স্বাভাবিকতা বজায় রেখে শান্তভাবে বিমান ধরার জন্য টার্মিনালের দিকে হেঁটে যান। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে অভিনেতাকে সমর্থন করে বলছেন, তারকাদের ব্যক্তিগত সীমানা বজায় রাখা উচিত এবং অনুমতি ছাড়া স্পর্শ করা ঠিক নয়। আবার কেউ কেউ তাঁর আচরণকে অতিরিক্ত কঠোর বলে মন্তব্য করেছেন।

 

আরও পড়ুন: 'আমি কিন্তু খুব একটা সেক্সি নই...,' সাহসী দৃশ্যে অভিনয়ের সময় ভয় করে সামান্থার! কিন্তু কেন?

 

৬৮-তে পা সানির

 

বলিউডের জনপ্রিয় অ্যাকশন তারকা সানি দেওল সম্প্রতি তাঁর ৬৮তম জন্মদিনটি মধ্যরাতে এক জমকালো পার্টির মাধ্যমে উদযাপন করেছেন। এই উদযাপনের একটি ভিডিও তিনি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন। ভিডিওটিতে দেখা গিয়েছে, আতশবাজি আর সঙ্গীতের তালে তিনি মেতে উঠেছেন এবং মজার ছলে নিজেই নিজেকে উদ্দেশ্য করে 'হ্যাপি বার্থডে টু মি' গানটি গাইছেন। অভিনেতার এই বিশেষ দিনে সহকর্মী এবং অনুরাগীরা তাঁকে উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন। সানির ভাই ববি দেওল কেক এবং ভালোবাসার ইমোজি দিয়ে শুভেচ্ছা জানান।ব্যক্তিগত উদযাপনের পাশাপাশি, সানি দেওল এখন তাঁর পরবর্তী বড় প্রজেক্টের জন্য প্রস্তুতি নিচ্ছেন। এটি হল ১৯৯৭ সালের ব্লকবাস্টার 'বর্ডার'-এর সিক্যুয়েল 'বর্ডার ২'। অনুরাগ সিং পরিচালিত এই ছবিটি ২০২৬ সালের প্রজাতন্ত্র দিবসের সময় মুক্তি পেতে পারে বলে জানা গিয়েছে।