সংবাদ সংস্থা মুম্বই: গত কয়েকদিন ধরেই খোঁজ পাওয়া যাচ্ছিল না অভিনেত্রী স্বপ্না সিংয়ের সন্তানের। ‘ক্রাইম পেট্রল’ থেকে শুরু করে ‘মাতি কী বান্নু’র মতো ছোটপর্দার একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। গত ৭ ডিসেম্বর এই মর্মে থানায় পুলিশি অভিযোগ দায়ের করেছিলেন মৃতের মামা। শেষমেশ উত্তরপ্রদেশের বরেলীতে পাওয়া গেল অভিনেত্রী স্বপ্না সিংয়ের সেই নাবালক সন্তানের মৃতদেহ। জানা গিয়েছে, অভিনেত্রীর ১৪ বছর বয়সী মৃত ছেলের নাম সাগর গাংওয়ার। পুলিশি তদন্তে জানা গিয়েছে, অতিরিক্ত মাদক সেবনের ফলে মৃত্যু ঘটে ওই কিশোরের। এরপর  তার দেহ এক খালে ধাক্কা মেরে ফেলে দেয় সঙ্গে থাকা দুই বন্ধু। অভিযুক্ত দু'জনের নাম  অনুজ এবং সানি। তারপরেই সেই জায়গা ছেড়ে চম্পট দেয় ওই দু'জন। তবে পালানোর সময় সিসিটিভি ক্যামেরার ফুটেজে ধরা পড়েছে তাদের ছবি। তারপরেই অভিজুক্ত দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শেষ পাওয়া খবরে জানা গিয়েছে, এইমুহূর্তে তারা পুলিশি হেফাজতে আছে। 

 

ছেলের রহস্যজনক মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে বরেলীতে প্রতিবাদ-বিক্ষোভ করেছিলেন স্বপ্না সিং। মিছিলে জোর গলায় তোলা হয় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিও।  তবে আপাতত সেই বিক্ষোভ স্থগিত রয়েছে পুলিশি আশ্বাসের পর। এই ঘটনা প্রসঙ্গে ভুটা থানা অফিসার সুনীল কুমার বলেছেন, " তদন্তে অনুজ এবং সানি স্বীকার করেছে যে তারা সাগরের সঙ্গে মাদক সেবন করেছিল। এবং অতিরিক্ত মাদক সেবনের ফলে ঘটনাস্থলেই  মৃত্যু হয় সাগরের। গোটা পরিস্থিতি দেখে আতঙ্কে সাগরের দেহ অন্য এক জায়গায় ফেলে, সেই জায়গা ছেড়ে চম্পট দেয় বাকি দু'জন।" পুলিশি সূত্রে আরও জানা গিয়েছে মৃত কিশোর তাঁর মামা ওম প্রকাশের বাড়িতে থাকত বরেলীর আনন্দ বিহার কলোনিতে। ইজ্জতনগর থানার অধীনে আদালাখিয়া গ্রাম সংলগ্ন অঞ্চল থেকে উদ্ধার করা হয়েছিল মৃতের দেহ।