নিজস্ব সংবাদদাতা: টলিপাড়ায় এখন চলছে শেষ আর শুরুর খেলা। এক ধারাবাহিক শুরু হচ্ছে তো এক ধারাবাহিক শেষ। মাত্র তিন মাসেও বন্ধ হচ্ছে একাধিক ধারাবাহিক। সেই জায়গায় দু'বছর সফলভাবে চলার পর অবশেষে শেষের মুখে জনপ্রিয় ধারাবাহিক। যদিও চ্যানেল বা প্রযোজনা সংস্থা থেকে এখনও নির্দিষ্টভাবে কিছু জানানো হয়নি।
২০২২ সালের নভেম্বর মাসে শুরু হয় কালার্স বাংলার 'সোহাগ চাঁদ'। একই পাড়ায় থাকা সোহাগ এবং চাঁদের জীবনকে কেন্দ্র করেই এগিয়ে যায় এই ধারাবাহিকের গল্প। যদিও অন্যান্য ধারাবাহিকের থেকে অনেকটাই আলাদা এই ধারাবাহিকের গল্প। বাড়তি ওজনের মহিলাদের কঠিন পথ পেরিয়ে নিজের স্বপ্নপূরণের পাশাপাশি ভালবাসার মানুষের সঙ্গে সংসার গড়ে তোলা, নানা ঘাত প্রতিঘাত নিয়ে এভাবেই এগিয়ে চলে গল্প।
তবে এবার শোনা যাচ্ছে, শেষ হতে চলেছে এই ধারাবাহিক। এই বিষয়ে ধারাবাহিকের শিল্পীদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা নিশ্চিতভাবে কিছু জানাতে পারেননি। সূত্রের খবর, অনেকদিন ধরেই খবর কানাঘুষো চললেও এবার সত্যিই এই গল্প শেষের পথে। তবে বর্তমান সময়ে ধারাবাহিকের সময়সীমা যেখানে ক্রমশই কমছে, মাত্র কয়েক মাসের মধ্যেই হঠাৎ করে বন্ধ হয়ে যাচ্ছে নতুন ধারাবাহিক, সেখানে ২ বছর ধরে একটি ধারাবাহিকের সফলভাবে পথ চলা কম কথা নয়।
আসলে এই গল্পের নায়িকা সোহাগের মধ্যে দিয়ে বহু মহিলাই নিজের জীবনের লড়াইটা খুঁজে পেয়েছেন। বাড়তি ওজন কোন কিছুর ক্ষেত্রেই বাধা হয়ে দাঁড়াতে পারেনা, তা একাধিকবার প্রমাণ করেছে এই ধারাবাহিক। তাই ধারাবাহিকে নতুন চমক দেখতে বারবার পছন্দ করেছেন দর্শক। সোহাগ ও চাঁদের মধ্যে একাধিক বার দূরত্ব দেখানো হলেও সম্ভবত শেষ দিনে দু'জনের ভালবাসার সংসারের ছবি দেখিয়েই ইতি টানবে এই ধারাবাহিক।
