সংবাদ সংস্থা মুম্বই: চলতি মাসেই ভারতের ওটিটি বাজারে ‘সিটাডেল: হানি বানি’ মুক্তি পেয়েছে। প্রথম সিজনে রয়েছে মোট ছ'টি পর্ব। মুখ্যভূমিকায় বরুণ ধাওয়ান এবং সামান্থা রুথ প্রভু। ইতিমধ্যেই হইচই শুরু হয়েছে এই সিরিজকে কেন্দ্র করে। সিরিজে দু'জনের রসায়ন থেকে জমজমাট অ্যাকশনের ভূয়সী প্রশংসা করেছেন দর্শক থেকে সমালোচকের দল। এবার ফের একবার দর্শকের মন জয় করলেন এই দুই 'স্পাই', 'স্পাইসি' জবাব দেওয়ার সুবাদে।

অ্যামাজন প্রাইম ভিডিওর তরফে বরুণ-সামান্থার একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে পরস্পরের সঙ্গে খুনসুটি করতে করতে বরুণের দিকে এক গুগলি ছুঁড়ে দিলেন সামান্থা- "কোনওদিন নিজের সহ-অভিনেত্রীদের আগাপাশতলা মেপেছ?" শোনামাত্রই লাজুক ভাবে মিটিমিটি হেসে উঠলেন 'হানি বানি'র 'রাহি'। দেখামাত্রই সামান্থা ফের বলে ওঠেন, " বহু, বহুবার। " হাসি চেপে কোনওভাবে বরুণ বলে ওঠেন, "এ কি, নিজের প্রশ্নের জবাব নিজেই দিলে হয় নাকি!" 

 

এরপর বরুণের পালা। 'হানি'কে তাঁর প্রশ্ন ছিল, জীবনে কোন জিনিসটি কিনতে তাঁর সবথেকে বেশি টাকা খরচ হয়েছে? সহাস্যে অভিনেত্রীর জবাব ছিল, তাঁর কোনও এক প্রাক্তনের জন্য একটি উপহার কিনতে! বলে ফেলেই হাসিতে ফেটে পড়েন সামান্থা। তাতে যোগ দেন বরুণও। 

 

এই ভিডিও মন জয় করে নিয়েছে নেটপাড়ার। বরুণ-সামান্থার জমাটি রসায়নের প্রশংসার পাশাপাশি তাঁদের খোলামেলা স্বভাব, রসবোধেরও প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।

 

জনপ্রিয় ইংরেজি সিরিজে 'সিটাডেল'-এর ভারতীয় স্পিন-অফ সংস্করণ বলা যেতে পারে এই ছবিকে। মূল সিরিজের মুখ্য চরিত্রে ছিলেন প্রিয়ঙ্কা চোপড়া এবং রিচার্ড ম্যাডেন। সেই সিরিজের প্রযোজক ছিলেন 'অ্যাভেঞ্জার্স' ছবিখ্যাত পরিচালক জুটি রুশো ব্রাদার্স। হিন্দি সংস্করণটিরও অন্যতম প্রযোজক তাঁরা।