সংবাদ সংস্থা মুম্বই: ‘সিকান্দর’-এর পর এবার ভারত-চীন যুদ্ধের বীরত্বগাথা নিয়ে ফিরছেন সলমন খান। ‘ব্যাটল অফ গলওয়ান’ ছবিতে তাঁকে দেখা যাবে শহিদ কর্নেল বি. সন্তোষ বাবুর ভূমিকায়। আর এই ছবির নায়িকা হিসেবে থাকছেন চিত্রাঙ্গদা সিং। পরিচালক অপূর্ব লাখিয়া পরিচালিত এই যুদ্ধনাট্যে চিত্রাঙ্গদা সিং-কে দেখা যাবে গুরুত্বপূর্ণ ভূমিকায়। সলমন খানের সঙ্গে প্রথমবার স্ক্রিন শেয়ার করতে চলেছেন তিনি।
খবরে সিলমোহর দিয়ে এক আবেগঘন বিবৃতিতে চিত্রাঙ্গদা বলেন, “আমি এখনও মনে করতে পারি, সলমন বলেছিলেন ‘আবার তো সুযোগ আসবেই।’ এত বছর পর সেই কথাই সত্যি করলেন উনি। ‘একবার আমি কমিটমেন্ট করে ফেলি, তাহলে আমি নিজেকেও থামাতে পারি না’—সেই প্রতিশ্রুতি তিনি রেখেছেন।” প্রসঙ্গত, এর আগে মহেশ মঞ্জরেকরের পরিচালনায় একটি মারাঠি ছবির রিমেকে সলমন-চিত্রাঙ্গদা জুটি বাঁধার কথা থাকলেও সেই প্রজেক্ট আর বাস্তবায়িত হয়নি।
সম্প্রতি সলমন খানের প্রযোজনা সংস্থা ‘সলমন খান ফিল্মস’-এর ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে চিত্রাঙ্গদাকে ছবির দলের সঙ্গে স্বাগত জানানো হয়েছে। একটি সাদা স্যুট পরা ছবির সঙ্গে ক্যাপশন—“...চিত্রাঙ্গদা-কে ব্যাটেল অফ গলওয়ান-এর টাইম স্বাগত। ”

কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে এ ছবির টিজার পোস্টার, যেখানে রক্তমাখা মুখে সলমন খান-কে দেখা গিয়েছে এক সেনা অফিসারের বেশে। ছবির মোশন পোস্টারে সলমন খানকে দেখা যাচ্ছে গালে রক্তের দাগ, ঠোঁট চেপে ধরা কঠিন সংযমে আর চোখে অগ্নিগর্ভ দেশপ্রেম। কোনও বন্দুক নয়, গুলি নয়, এই ছবি তুলে ধরবে ভারতের ইতিহাসে এক ভয়ঙ্কর যুদ্ধ, যেখানে একটিও গুলি না ছুঁড়েই শহিদ হয়েছিলেন ২০ জন ভারতীয় সেনা। এই যুদ্ধ হয়েছিল ১৫,০০০ ফুটেরও বেশি উচ্চতায়, শ্বাসরুদ্ধকর ঠান্ডায়, অথচ প্রত্যয় ছিল অটুট। সেই ইতিহাসকে এবার পর্দায় ফুটিয়ে তুলতে চলেছেন সলমন।
গত ছবি ‘সিকান্দর’ বক্স অফিসে সাফল্য না পেলেও, গলওয়ান নিয়ে ভাইজানের এই যুদ্ধনাট্য নিয়েই এখন আশাবাদী বলিউড। ছবি মুক্তির আগেই চর্চায় উঠে এল সলমনের ফিট চেহারার নয়া অবতার। ইতিমধ্যেই ইনস্টাগ্রামে তাঁর একটি ছবি পোস্ট করে তিনি লিখেছিলেন— “লক্ষ্য সঠিক রেখে পরিশ্রম করে যাও ...” সেই পোস্টের নিচেই বহু ভক্ত বলেছিলেন, কিছু ‘বড় কিছু’ আসতে চলেছে।

‘ব্যাটেল অফ গলওয়ান’-এর এই নয়া পোস্টার, তার উপর সলমনের নয়া লুক দেখে সোশ্যাল মিডিয়া ভরে উঠল মন্তব্যে। সোশ্যাল মিডিয়ায় ঝড়, ভক্তদের চোখে জল আর বুকে গর্ব—এই লুকে সলমন যেন সত্যিই এক ভারতীয় যোদ্ধা।অভিনেতা মনীশ পল প্রথম সেলেবদের মধ্যে কমেন্ট করেন— “ওরে বাবা, দারুণ! ভাইজান!” আর এক অনুরাগী লেখেন— “গলওয়ানে দুর্ধর্ষ কামব্যাক করতে চলেছেন সলমন!" তৃতীয়জন বলেন— “এর জন্য প্রস্তুত ছিলাম না!”
১৫ জুন, ২০২০—লাদাখের গলওয়ান উপত্যকায় চিন ও ভারতের সেনার মধ্যে মুখোমুখি সংঘর্ষ, যেখানে প্রচলিত অস্ত্র ব্যবহার করা নিষিদ্ধ ছিল, ফলে লাঠি, পাথর আর খালি হাতে হয় ভয়াবহ যুদ্ধ। ৪৫ বছরের মধ্যে এটি ছিল প্রথম রক্তক্ষয়ী সংঘর্ষ। এই ছবি শুধু বিনোদন নয়, এ ভারতীয় সেনার আত্মত্যাগের গল্প। নির্মাতাদের মতে —‘ব্যাটেল অফ গলওয়ান’ শুধু এক ছবি নয়, এক গর্বের অধ্যায়।
