২০২৫ সালের নভেম্বর মাসে 'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিক নিয়ে যে টানাপোড়েন, গণ্ডগোল চলল তারপর এটি বাংলার অন্যতম চর্চিত ধারাবাহিক হয়ে উঠেছে। তবে একই সঙ্গে এই ধারাবাহিকের গল্প এবং অভিনেতাদের অভিনয়ও রয়েছে জনপ্রিয় হওয়ার নেপথ্যে। সদ্যই 'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিকে আর্য এবং অপর্ণার বিয়ে দেখানো হয়েছে। গায়ে হলুদের অনুষ্ঠান থেকেই কিছু না কিছু সমস্যা দেখা গিয়েছে। এবার ভাত কাপড়ের অনুষ্ঠানে কোন চমক পাবেন দর্শক? 

সম্প্রতি চ্যানেল কর্তৃপক্ষের তরফে 'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিকের যে প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে সেখানে দেখা যাচ্ছে আর্য এবং অপর্ণার ভাত কাপড়ের অনুষ্ঠান চলছে। সেখানেই আর্যর ভাইয়ের বউ তার হাতে ভাত কাপড়ের থালা তুলে দিয়ে বলে এটা অপর্ণাকে দিতে। সেটা শুনে আর্য অপর্ণাকে সেই থালা দিয়ে ভাত কাপড়ের দায়িত্ব নেওয়ার বদলে অন্য একটা উপহার দেয়। সেখানে রয়েছে অপর্ণার প্রমোশনের কাগজ। অপর্ণাকে আর্য তাদের কোম্পানির ভাইস প্রেসিডেন্ট বানিয়ে দেয়। জানায়, সে নিজেই এবার তার দায়িত্ব নিতে পারবে। ভাত কাপড়ের সমস্যা হবে না। স্বামীর থেকে বউভাতের সকালে এই উপহার পেয়ে রীতিমত চমকে যায় অপর্ণা। এরপর কী ঘটে এখন সেটাই দেখার। 

'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিকে ইতিমধ্যেই আর্যর প্রাক্তন বা প্রথম স্ত্রীর ফেরার ইঙ্গিত দেওয়া হয়েছে। একদিকে আর্য এবং তার মা যেমন মাঝে মধ্যেই অপর্ণার মধ্যে রাজনন্দিনীকে দেখতে পাচ্ছে, তেমনই অপর্ণা মাঝে মধ্যে রাজনন্দিনীকে না চিনে, না দেখেও কল্পনায় তাকে দেখছে, বলছে তার নাকি আগেই বিয়ে হয়েছিল। শেষ পর্যন্ত এই ধারাবাহিকের গল্পের মোড় কোন দিকে ঘোরে সেটাই দেখার। 

প্রসঙ্গত 'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিকটি জি বাংলার পর্দায় রোজ সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে সম্প্রচারিত হয়। মুখ্য ভূমিকায় রয়েছেন জিতু কামাল এবং শিরিন পাল। যদিও এর আগে অপর্ণার চরিত্রে দর্শক দিতিপ্রিয়া রায়কে দেখেছিলেন। কিন্তু অভিনেত্রী গত মাসের জটিলতার পর এই ধারাবাহিক থেকে সরে দাঁড়ান। তাঁর জায়গায় আসেন শিরিন। তিনি থিয়েটার জগতের পরিচিত মুখ হলেও ছোটপর্দায় এটাই তাঁর প্রথম কাজ। চলতি সপ্তাহে টিআরপি তালিকায় সেরা ১০ -এ নিজে জায়গা ধরে রেখেছে 'চিরদিনই তুমি যে আমার'। এই ধারাবাহিকের হাত ধরেই দীর্ঘদিন পর ছোটপর্দায় ফিরলেন জিতু কামাল।