'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিকে একের পর এক চমক আসছে। জি বাংলার এই চর্চিত ধারাবাহিকে বর্তমানে আর্য, অপর্ণার বিয়ের পর্ব চলছে। আর প্রতিটি অনুষ্ঠান বিস্তারিত দেখানো হচ্ছে, ফলে দর্শকদের আগ্রহ বাড়ছে ধারাবাহিক। কিন্তু বিয়ের পর শ্বশুরবাড়িতে অপর্ণার গৃহপ্রবেশের সময়ই ঘটবে বিপত্তি!
চ্যানেল কর্তৃপক্ষের তরফে এদিন যে প্রোমো আনা হয়েছে 'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিকের, সেখানে দেখা যাচ্ছে বিয়ের পর বউ নিয়ে সিংহ রায় বাড়িতে ফিরেছে আর্য। বাড়ির সকলে অপেক্ষা করে রয়েছে ওদের বরণ করার সময়। আর সেই সময়ই অপর্ণার জায়গায় আর্যর পাশে রাজনন্দিনীকে দেখতে পায় নায়কের মা। চমকে ওঠেন তিনি। এই ঘটনা যে এই প্রথম হল সেটা নয়। আর্য, অপর্ণার গায়ে হলুদের সময়ও অপর্ণা বলে ওঠে যে তার নাকি বিয়ে হয়ে গিয়েছে। নায়িকার মনে হতে থাকে এসব নিয়ম সে আগেও পালন করেছে। এমনকী সাতপাক ঘোরার সময়ও নিজের জায়গায় রাজনন্দিনীকে দেখতে পায় অপর্ণা। মাথা ঘুরে যায় তার। এবার সেই একই ঘটনার সাক্ষী থাকল তার শাশুড়ি।
কেবল এতটুকুই নয়। এদিন গৃহপ্রবেশের সময় যখন দুধে আলতার থালায় পা ডোবাতে যায় অপর্ণা দুধ গরম থাকার কারণে পা পুড়ে যায়। চেঁচিয়ে ওঠে সে। সবাই জানতে চাইলে বলে, পা পুড়ে গিয়েছে তার। এরপর আর্য হাত পেতে দেয়, তার উপর দিয়ে হেঁটে ঘরে ঢোকে অপর্ণা। বিয়ের গোড়া থেকেই একের পর এক বিপত্তি, আর্যর প্রথম স্ত্রীর ঝলক ফুটে উঠছে। সামনে তাদের জন্য কোন বিপদ করছে এখন সেটাই দেখার। রাজনন্দিনীও বা কীভাবে এন্ট্রি নেয় সেটা জানতে এবং দেখতে মুখিয়ে রয়েছেন দর্শক।
এদিন এই প্রোমো প্রকাশ্যে আসতেই বহু মানুষ নিজেদের মতামত জানিয়েছেন। কেউ জানিয়েছেন 'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিকে যেভাবে বিয়ের সমস্ত আচার, অনুষ্ঠান বিস্তারিত দেখানো হচ্ছে তাতে তাঁদের নিজেদের বিয়ের স্মৃতি মনে পড়ে যাচ্ছে। কেউ আবার বলেছেন, এখন এই ধারাবাহিকের গল্প জমে উঠেছে। কিছু নেটিজেন দিতিপ্রিয়া রায়ের সঙ্গে শিরিন পালের তুলনা টেনে বলেন, বর্তমানে এই ধারাবাহিকের গল্প জমে উঠেছে।
প্রসঙ্গত 'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিকটি জি বাংলার পর্দায় দেখা যায় রোজ। এটি সন্ধ্যা সাড়ে ছয়টায় সম্প্রচারিত হয়। মুখ্য ভূমিকায় রয়েছেন জিতু কামাল এবং শিরিন পাল।
