শাহরুখ খান এবং প্রিয়াঙ্কা চোপড়ার সম্পর্ক নিয়ে এক সময় তোলপাড় হয়েছিল বলিপাড়া। বলিউডের অলিতে গলিতে কান পাতলেই, তাঁদের সম্পর্কে শোনা যেত নানান ফিসফাস। জানেন কি, বলিউডের একটি জনপ্রিয় ছবিতে মুখ্যভূমিকায় ভাবা হয়েছিল তাঁদের কথা? সম্প্রতি, সে কথা ফাঁস করলেন জনপ্রিয় লেখক চেতন ভগত।

 

 

 

সম্প্রতি, এক সাক্ষাৎকারে চেতন ভাগত বসেছিলেন খ্যাতি, উদ্বেগ, পরিবার, পিতৃত্ব নিজের জীবনের নানা দিক নিয়েই অকপট আলোচনা করেন তিনি। তবে সবচেয়ে আকর্ষণীয় মুহূর্ত আসে যখন লেখক শেয়ার করেন বলিউডের নানা তারকার নাম, যাঁরা একসময় ‘টু স্টেটস’-এর মুখ্য চরিত্রে অভিনয়ের জন্য ভাবা হয়েছিল।

 

 

চেতন বলেন, “একসময় বিশাল ভরদ্বাজ ‘টু স্টেটস’ পরিচালনা করতে যাচ্ছিলেন। তখন শাহরুখ খান, সইফ আলি খান, প্রিয়াঙ্কা চোপড়ার নাম উঠেছিল। মনে আছে, ‘টু স্টেটস’-এর কাস্ট নিয়ে অনেক লেখালেখি হয়েছিল।”

 

তবে শেষমেশ যখন তাঁকে জানানো হয় যে তাঁর উপন্যাসের উপর ভিত্তি করে এই ছবিটি এক নতুন পরিচালক বানাবেন এবং মুখ্য ভূমিকায় থাকছেন অর্জুন কাপুর ও আলিয়া ভাট, তখন চেতনের মনে একটু সন্দেহ ছিল। তাঁর কথায়, “সত্যি বলতে, আমি তখন ভাবছিলাম, ‘আচ্ছা, ঠিক আছে। কিন্তু এটা তো আমাদের আলোচনায় ছিল না।’ কিন্তু পরে বুঝলাম, এই কাস্টিংটাই ছবিটাকে ফ্রেশ করে তুলেছে। তারা তরুণ ছিল, তাই গল্পটাও তরতাজা লেগেছিল। যদি বড় বয়সী অভিনেতারা করতেন, হয়তো ভাল-ই হতো, কিন্তু এভাবে চমকে দিত না।”

 

চেতন আরও জানান, তাঁর আর এক উপন্যাস ‘কাই পো চে!’ নিয়েও প্রথমে সবাই না করে দিয়েছিলেন। “প্রতিটা অভিনেতাই না বলেছিল। পরে সুশান্ত সিং রাজপুত, রাজকুমার রাও আর অমিত সাধ ছবিটাকে পর্দায় স্মরণীয় করে দেয়। ওই ছবিটাই আমার লেখা বইয়ের সেরা অ্যাডাপ্টেশন।”

 

এই আড্ডায় লেখক জানিয়েছেন শাহরুখ খানের সঙ্গে কাটানো তাঁর সবচেয়ে প্রিয় মুহূর্তগুলিও। একবার ‘ওম শান্তি ওম’-এর সেটে মা-কে নিয়ে গেছিলেন চেতন
 শাহরুখ নিজে তাঁর জন্য চেয়ার টেনে এগিয়ে দেন। আবার একদিন পরিচালক মোহিত সুরির সঙ্গে যখন তিনি শাহরুখের বাড়ি যান, তখন 'কিং খান' নিজে তাঁদের গাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে বিদায় জানিয়েছিলেন। চেতনের কথায়, “ওই মুহূর্তগুলো আজও ভুলতে পারি না। শাহরুখের বিনয়, ভদ্রতা, আদবকায়দা সত্যিই মুগ্ধ করে।”