নিজস্ব সংবাদদাতা: মুক্তি পেল সত্রাজিৎ সেন পরিচালিত ছবি ‘চেক ইন চেক আউট’-এর ঝলক। এ ছবির সুবাদে বহু বছর পর ফের বড়পর্দায় ফিরছেন রাতুল শঙ্কর। এবার তাঁকে দেখা যাবে ইশা সাহার সঙ্গে। নববর্ষের ঠিক পরপরই মুক্তি পাচ্ছে তাঁদের এই ছবি। সম্প্রতি, মুক্তি পেয়েছে ছবির ঝলক।
দীর্ঘ ২৫ বছর পর বড়পর্দায় দেখা যাবে রাতুল শঙ্করকে। এর আগে রাতুল অভিনয় করেছিলেন ঋতুপর্ণ ঘোষের ছবি ‘উৎসব’-এ। ইশা এবং রাতুল ছাড়াও ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চান্দ্রেয়ী ঘোষ, অনুরাধা মুখোপাধ্যায়, প্রমুখ। ছবির গল্প বলে, পারিবারিক ব্যবসা সামলাতে নিজেদের পাঁচতারা হোটেলের দায়িত্ব নেন ইশা। তাঁর চরিত্রের নাম নম্রতা। বিদেশ থেকে পড়াশোনা করে নানান ডিগ্রি নিয়ে ফিরেছেন তিনি। নয়া প্রজন্মের নম্রতা চান তাঁর বাবা-দাদু এই হোটেলের জন্য যা করেছিলেন, তিনি তাঁর থেকে আরও ভাল কাজ করবেন। হোটেলের আরও উন্নতি করবেন।
তবে পেশার স্বার্থে সেই হোটেলে থাকার পর নম্রতা জানতে পারে, সেখানে নাকি ভূতেদের আনাগোনা! প্রথমে রীতিমতো ভয় পাওয়া থেকে অজ্ঞান হয়ে যায় সে। আর তারপরে? ভূত কি সত্যিই অভ্যাস হয়ে যায়? সেই উত্তরই মিলবে সত্রাজিতের এই ছবিতে। হোটেলের ম্যানেজার এবং কর্মচারীদের সঙ্গে হোটেলে আসা অতিথিদের সম্পর্কের দিকটিও তুলে ধরা হবে ‘চেক ইন চেক আউট’ -এ । ছবিতে কলকাতা এবং কলকাতাবাসীর নানান গল্প তুলে ধরা হবে।
এই ছবি সম্পর্কে পরিচালক সত্রাজিতের মন্তব্য, “এ ছবির মধ্যে মজা আছে, ড্রামা আছে, সাসপেন্স আছে। এছাড়াও আরও অনেক কিছু রয়েছে যা প্রেক্ষাগৃহে এ ছবিমুক্তির পর বোঝা যাবে।”
