নিজস্ব সংবাদদাতা: বহু প্রতিক্ষার অবসান। অবশেষে মুক্তি পেল সৃজিত মুখোপাধ্যায়ায়ের আগামী ছবি ‘পদাতিক’-এর টিজার। ছবির ফার্স্ট লুক প্রকাশ হতেই দর্শক অপেক্ষায় ছিলেন অভিনেতা চঞ্চল চৌধুরীকে পরিচালক ‘মৃণাল সেন’র ভূমিকায় দেখার জন্য। টিজারে আভাস পাওয়া গেল চঞ্চল চৌধুরীর অভিনয় দক্ষতার। টিজার প্রকাশের অনুষ্ঠানে এই ছবি প্রসঙ্গে অভিনেতা আজকাল ডট ইন-কে জানান, ‘‘মৃণাল সেনের চরিত্রে অভিনয় করা দুঃসাহসিক ব্যাপার। এই চরিত্রে অভিনয় করার জন্য সাহস থাকতে হয়। সেই সাহসটি আমার আছে কিনা এবং সেই সঙ্গে যোগ্যতা আমার আছে কিনা সেটা বলার আগে, একজন তৃতীয় ব্যক্তি হয়ে বিষয়টা চিন্তা করলে আমার বেশ অবিশ্বাস্য লাগছে।’’
ছবির ‘মৃণাল সেন’ হয়ে ওঠার প্রস্তুতি কেমন ছিল? অভিনেতার কথায়, ''আমাকে কিছু বইপত্র দেওয়া হয়েছে, কিছু ভিডিও দেওয়া হয়েছে। ভিতর থেকে মানুষটাকে চেনার চেষ্টা করেছি, কতটা পেরেছি সেই বিচার দর্শকরাই করুক।" সৃজিত মুখোপাধ্যায়ের কথায়, "মৃণাল সেনের ১০১তম জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েই এই ছবিটি। চঞ্চল চৌধুরীকে যেভাবে পাবেন দর্শক এই ছবিতে, তা মনে থেকে যাওয়ার মতো।"
ছবিতে ‘গীতা সেন’র ভূমিকায় অভিনয় করছেন মনামী ঘোষ। ছবি প্রসঙ্গে তিনি জানান, "এই চরিত্রে অভিনয় যেন স্বপ্ন সত্যি হওয়ার মতো। দর্শকরা ‘গীতা সেন’কে এতদিন যেভাবে চিনতেন, তার থেকেও বেশি ওই মানুষটির অন্য সত্ত্বাকে দেখবেন। চঞ্চলদা (চঞ্চল চৌধুরী) খুব সহজ একজন মানুষ। আমিও ব্যক্তিগত জীবনে খুব সহজ। তাই স্ক্রিন শেয়ারের অভিজ্ঞতা খুবই ভাল।"
এদিন উপস্থিত ছিলেন অভিনেত্রী মমতা শঙ্কর। মৃণাল সেনকে নিয়ে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়লেন অভিনেত্রী। জানালেন, "অঞ্জন দত্তের ছবি 'চালচিত্র এখন' এবং সৃজিত মুখোপাধ্যায়ের ছবি 'পদাতিক'-এ মৃণাল সেনকে যেভাবে দেখানো হয়েছে সত্যিই প্রশংসনীয়। মৃণালদার (মৃণাল সেন) সঙ্গে কত স্মৃতি জড়িয়ে রয়েছে। এখন মনে হয়, একসময় মজার ছলে কত বিরক্ত করেছি মানুষটাকে। কোনও সময় মনেই হতে দেননি তিনি আমার রক্তের সম্পর্কের কেউ নন।"
