বড়পর্দায় অনেকদিন আগেই মিষ্টি মুখ আর মিষ্টি হাসির জন্য নজর কেড়েছিলেন অভিনেত্রী রূপসা মুখোপাধ্যায়। এবার তাঁকে দেখা যেতে চলেছে সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে। পরিচালকের আগামী ছবি 'এম্পারর ভার্সেস শরৎচন্দ্র'তে দেখা যেতে চলেছে তাঁকে। সূত্রের খবর, ক্যামিও চরিত্রে ছবিতে থাকছেন রূপসা। ইতিমধ্যেই শুরু হয়েছে শুটিং। 

 

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে নিয়ে ছবি তৈরির পরিকল্পনা সৃজিতের অনেকদিনের। তাঁর লেখা একটি বইয়ের সামনে কেঁপে উঠেছিল গোটা ব্রিটিশ সাম্রাজ্য। সেই লেখনির ধার ছিল তলোয়ারের থেকেও বেশি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা 'পথের দাবি'। কথাসাহিত্যিক যেন তাঁর এই বইতে দিয়েছিলেন বিদ্রোহের মন্ত্র। ছিল স্বাধীনতার আহ্বান। নিষিদ্ধ ঘোষণা করা হয় সেই বইকে। এবার এ হেন পথের দাবি এবং সেই বই নিয়ে চলা আন্দোলন উঠে আসবে বড়পর্দায়। সৃজিত মুখোপাধ্যায়ের আগামী ছবি 'এম্পারর ভার্সেস শরৎচন্দ্র'। এই ছবিতেই গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকার কথা ছিল সোহিনী সরকারের। কিন্তু জানা যাচ্ছে, তাঁকে দেখা যাবে না সৃজিতের আগামী ছবিতে। তাহলে কে জায়গা নিচ্ছেন তাঁর? সূত্রের খবর মিমি চক্রবর্তীকে দেখা যাবে। 

 

 

সূত্রের খবর টোটা রায়চৌধুরীকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ভূমিকায় দেখা যাবে। আবির চট্টোপাধ্যায় থাকবেন সব্যসাচীর ভূমিকায়। অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে রুদ্রনীল ঘোষ, সত্যম ভট্টাচার্য, কাঞ্চন মল্লিক, দিব্যাণী মণ্ডল, প্রমুখকে। এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, 'পথে দাবি' নিয়ে বাংলায় আগেও ছবি হয়েছে। ১৯৭৭ সালে পীযূষ বসু পরিচালনা করেছিলেন 'সব্যসাচী'। তাতে মুখ্য ভূমিকায় ছিলেন উত্তম কুমার।

 

 

 

 

প্রসঙ্গত, আগামীতে রূপসাকে অয়ন দের পরিচালনায় 'হাতিমগড়ের হত্যাকাণ্ড' ছবিতে দেখা যেতে চলেছে। এই ছবিতে তাঁর সঙ্গে মুখ্য চরিত্রে রয়েছেন সত্যম ভট্টাচার্য। সত্যমকে এর আগে ছবি ও সিরিজের দুনিয়ায় দর্শক বিভিন্ন চরিত্রে দেখেছেন। তবে এই ছবিতে তাঁকে প্রথমবার পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করতে দেখবেন দর্শক। জানা যাচ্ছে, অভিনেতার লুকেও আসবে চমক। অন্যদিকে, খুনের মামলায় জড়িয়ে পড়বেন রূপসা। কীভাবে উদ্ধার হবেন তিনি? সেই নিয়েই এগোবে ছবির গল্প।