টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমাগরম খবর কী?
মাধবনের নজরকাড়া লুক
বলিউডের আসন্ন বিগ বাজেট রিলিজ ‘ধুরন্ধর’–এর ট্রেলার লঞ্চের কয়েক দিন আগে প্রকাশ্যে এলো আর. মাধবনের প্রথম লুক। এর আগে নির্মাতারা ছবির আরেক গুরুত্বপূর্ণ চরিত্র অর্জুন রামপালের পোস্টারও প্রকাশ করেছিলেন।
রবিবার ইনস্টাগ্রামে পোস্টারটি শেয়ার করেন রণবীর সিং, যিনি ছবির অন্যতম মুখ্য চরিত্রে অভিনয় করছেন। তিনি মাধবনকে পরিচয় করিয়েছেন ‘কর্মের রথচালক’ হিসাবে।
পোস্টারে মাধবনকে দেখা গিয়েছে ফরমাল প্যান্ট-স্যুট পরিহিত অবস্থায়। মাথার সামনের অংশ কেশহীন। এবং গম্ভীর অভিব্যক্তি। তাঁর এই লুক এবং তীক্ষ্ণ দৃষ্টি যেন ইঙ্গিত দিচ্ছে এক গভীর, রহস্যময় চরিত্রের দিকে।
এর আগে রণবীর অর্জুন রামপালের চরিত্রের পোস্টারও শেয়ার করেছিলেন, যাঁকে তিনি আখ্যা দিয়েছিলেন ‘মৃত্যুর দূত’ । সেই পোস্টারে অর্জুনকে দেখা গিয়েছে ছোট চুল, লম্বা দাড়ি, ডার্ক সানগ্লাস এবং হাতে সিগার নিয়ে—পুরোপুরি এক হিংস্র এবং শক্তিশালী রূপে।
পরিচালক আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’ নাকি বাস্তব ঘটনার অনুপ্রেরণায় নির্মিত। যদিও নির্মাতারা কাহিনি এখনও নিয়ে মুখ খোলেননি, তবে সূত্র অনুযায়ী ছবিতে রণবীর অভিনয় করছেন একজন গোপন ভারতীয় গুপ্তচরের ভূমিকায়, যাঁর কাহিনি পাকিস্তানে নিযুক্ত এজেন্টদের সাহসিকতার গল্প বলে।
এই ছবিতে রণবীরের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, আর. মাধবন এবং অর্জুন রামপাল। ‘ধুরন্ধর’ মুক্তি পাবে ৫ ডিসেম্বর।
ভাইয়ের অপেক্ষায় সেলিনা
সেলিনা জেটলি সম্প্রতি তাঁর ভাই মেজর (অবসরপ্রাপ্ত) বিক্রান্ত কুমার জেটলিকে নিয়ে আবেগঘন একটি পোস্ট শেয়ার করেছেন। দিল্লি হাই কোর্ট সম্প্রতি বিদেশ মন্ত্রকের কাছে এই মামলায় নোটিশ জারি করেছে, যেখানে উল্লেখ করা হয়েছে যে বিক্রান্ত ২০২৪ সাল থেকে সংযুক্ত আরব আমিরশাহিতে আটক রয়েছেন। আদালতের পদক্ষেপের পর সেলিনা তাঁর ভাইয়ের প্রতি গভীর ভালবাসা এবং যন্ত্রণা প্রকাশ করে লিখেছেন— তিনি এক রাতও কান্না ছাড়া ঘুমোতে পারেননি এবং ভাইকে ফিরে পাওয়ার জন্য তিনি সবকিছু ত্যাগ করতেও প্রস্তুত।
রবিবার ইনস্টাগ্রামে ভাই বিক্রান্তের সঙ্গে একটি পুরনো ছবি শেয়ার করে সেলিনা লেখেন, ‘আমার ডাম্পি, আশা করি তুমি ভালো আছো। আশা করি তুমি জানো আমি তোমার পাশে পাহাড়ের মতো দাঁড়িয়ে আছি। আমি একটাও রাত কান্না ছাড়া কাটাতে পারিনি। আমি সবকিছু ছেড়ে দিতে পারি, শুধু তোমায় ফিরে পেতে চাই। কেউ আমাদের মাঝে আসতে পারবে না। আমি আমার সাধ্যমতো সবকিছু করেছি। আশা করি ঈশ্বর এবার আমাদের প্রতি দয়া দেখাবেন, আমার ভাই… আমি তোমার অপেক্ষায় আছি।”
সেলিনা দিল্লি হাই কোর্টে একটি পিটিশন দায়ের করেন, যেখানে অভিযোগ করা হয়েছে যে তাঁর ভাই বিক্রান্তকে ২০২৪ সালের ৬ সেপ্টেম্বর বেআইনিভাবে অপহরণ এবং আটক করা হয়েছিল সংযুক্ত আরব আমিরশাহিতে। সেলিনা জানান, তিনি এক বছরেরও বেশি সময় ধরে ভারতীয় কর্তৃপক্ষের কাছে সাহায্য চেয়ে আবেদন করে যাচ্ছেন, কিন্তু এখনও পর্যন্ত তাঁর ভাইয়ের অবস্থান বা আইনি পরিস্থিতি সম্পর্কে কোনোওস্পষ্ট তথ্য পাননি। সেলিনা বলেন, এই সময়টা তাঁর জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়।
‘বিগ বস’-এ নাটকীয় মোড়
‘বিগ বস ১৯’এর মহা ফাইনালের আর কয়েক সপ্তাহ বাকি, এর মধ্যেই শোয়ের ভিতরে নাটকীয়তা আরও বেড়ে চলেছে। রবিবারের পর্বে দেখা গেল এক চমকপ্রদ মোড়— এক নয়, একসঙ্গে দুই প্রতিযোগীকে বিদায় জানাতে হল বিগ বসের ঘর থেকে। অভিষেক বাজাজ এবং নীলম গিরির আকস্মিক উচ্ছেদে দর্শকদের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে, অনেকে প্রশ্ন তুলেছেন নির্মাতাদের সিদ্ধান্ত নিয়ে।
‘উইকএন্ড কা বার’ পর্বে সঞ্চালক সলমন খান এ বারও নিজের খোলামেলা ভঙ্গিতে প্রতিযোগীদের মুখোমুখি হন। অভিনেত্রী আশনুর কৌরকে উদ্দেশ্য করে তিনি বলেন, “তুমি এই ঘরে বেশিরভাগ সময়টাই কাটিয়েছ অভিষেক বাজাজের ছায়ায়।” পাশাপাশি, সলমন অভিষেককেও তিরস্কার করেন তানিয়া মিত্তলের সম্পর্কে করা মন্তব্যের জন্য। অভিষেক দাবি করেছিলেন তানিয়া তাঁর সঙ্গে ফ্লার্ট করেছেন। কিন্তু সলমন স্পষ্ট করে দেন যে, তানিয়া কেবল সৌজন্যবশত প্রশংসা করেছিলেন।
এরপর আসে ইভিকশনের গুরুত্বপূর্ণ মুহূর্ত। গৌরব খন্না এবং ফারহানা ভাট নিরাপদ ঘোষণা হওয়ার পর বিপদসীমায় পড়েন অভিষেক, নীলম ও আশনুর। ঘরের ক্যাপ্টেন হিসেবে প্রণীতকে একজন প্রতিযোগীকে বাঁচানোর ক্ষমতা দেওয়া হয়, এবং তিনি আশনুর কৌরকে বাঁচানোর সিদ্ধান্ত নেন।
ফলে বিগ বসের ঘর থেকে বিদায় নিতে হয় অভিষেক বাজাজ এবং নীলম গিরিকে। তাঁদের প্রস্থানের সময় ঘরে দেখা যায় আবেগঘন দৃশ্য। আশনুর কান্নায় ভেঙে পড়েন। আর অভিষেক তাঁকে সান্ত্বনা দেন বিদায় নেওয়ার আগে।
