সম্প্রতি স্বামী পিটার হাগের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ আনেন প্রাক্তন অভিনেত্রী সেলিনা জেটলি। আগামী ১২ ডিসেম্বর অভিনেত্রীর স্বামীকে তলব করেছে কোর্ট। আর এরই মাঝে জানা গেল সাইকোভেজিটেটিভ ওভারলোড নামক এক রোগে আক্রান্ত তিনি। তবে কি এই রোগের কারণেও স্বামীর নামে অভিযোগ আনছেন?
মুম্বইয়ের মহারাষ্ট্রের আন্ধেরি কোর্টে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের কাছে গার্হস্থ্য হিংসার অভিযোগ দায়ের করেছেন প্রাক্তন অভিনেত্রী। সেলিনা জেটলি তাঁর স্বামী পিটার হাগ, যিনি অস্ট্রিয়ার বাসিন্দা তাঁর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ এনে ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টের অধীনে কেস করেছেন। সেখানে তিনি নৃশংসতা, ম্যানিপুলেশন, ইত্যাদিরও অভিযোগ এনেছেন। মঙ্গলবার কেসটি ফাইল করা হয়। এই ঘটনার পর ৫০ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করেছেন সেলিনা জেটলি। তাঁর আয়ের উৎস, সম্পত্তির ক্ষতির নিরিখে তিনি এই অর্থ দাবি করেছেন বলেই জানা গিয়েছে। শুধু তাই নয়, তিনি তাঁর অভিযোগে জানিয়েছেন তাঁর হাত ধরে মুচড়ে দেওয়া, অবিশ্বাস করা, অস্বাভাবিক যৌনতা, উলঙ্গ ছবি তুলে রাখা থেকে পায়ুপথে যৌনতার মতো অত্যাচারের শিকার হয়েছেন তিনি। এমনকী অন্য পুরুষদের সঙ্গেও তাঁকে তাঁর স্বামী নাকি শুতে বাধ্য করতেন। এখানে আরও একটি বিষয়ে অভিযোগ করেছেন। জানিয়েছেন তাঁর স্বামীর অত্যাচারের কারণে তিনি সাইকোভেজিটেটিভ ওভারলোডে আক্রান্ত।
কী এই সাইকোভেজিটেটিভ ওভারলোড? এই শব্দটা মূলধারার সাইকায়াট্রিতে নেই। কিন্তু আলাদা ভাবে ভেঙে দেখলে শরীরের অভ্যন্তরীণ কারণে সমস্যা এবং মানসিক চাপকে বোঝাচ্ছে। অর্থাৎ তাঁর স্বামীর অত্যাচারে তাঁর হার্টবিট বেড়ে গিয়েছে, অতিরিক্ত ঘাম হয়, হজমের সমস্যায় হয় বলেই জানিয়েছেন। একই সঙ্গে মানসিক চাপ বাড়াবাড়ি পর্যায় পৌঁছেছে। এতে সামান্য কিছু ঘটলেও শরীর অতিরিক্ত রিঅ্যাক্ট করে ফেলে। সবসময় একটা আতঙ্কে থাকে এই রোগে আক্রান্ত ব্যক্তি। লাগাতার নির্যাতনের কারণে আত্মবিশ্বাস, নিরাপত্তার বোধ হারিয়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় নার্ভাস সিস্টেম।
কী লক্ষণ দেখলে বুঝবেন আপনিও এই একই রোগে আক্রান্ত? লাগাতার মাথাব্যথা, গ্যাসের সমস্যা, সব ভুলে যাওয়া, মনোযোগের অভাব, মুড পরিবর্তন হওয়া ঘনঘন, কিছুই ভাল না লাগা, ইত্যাদি।
এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, সেলিনা জেটলি এবং পিটার হাগের তিন সন্তান। এই অস্ট্রিয়ান ব্যবসায়ীকে অভিনেত্রী তিনি ২০১১ সালে বিয়ে করেন। ২০১২ সালে তাঁদের যমজ ছেলে হয়, উইনস্টন এবং বিরাজ। ২০১৭ সালে পুনরায় যমজ সন্তানের জন্ম দেন অভিনেত্রী, তাঁদের নাম রাখেন আর্থার এবং শামশের। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে ২০১৭ সালেই তাঁদের এক সন্তান শামশের মারা যায়।
সেলিনা জেটলি প্রাক্তন অভিনেত্রী এবং মডেল। তিনি মিস ইউনিভার্সে রানার আপ হয়েছিলেন। কাজ করেছেন 'আপনা সাপনা মানি মানি', 'নো এন্ট্রি', 'গোলমাল রিটার্নস', ইত্যাদি ছবিতে।
