মারধর করা হতো সেলিনা জেটলিকে! সহ্য করেছেন অকথ্য অত্যাচার! সম্প্রতি প্রাক্তন অভিনেত্রী এমনই অভিযোগ এনেছেন তাঁর স্বামী পিটার হাগের বিরুদ্ধে। শুধু তাই নয়, সেলিনা এই বিষয়ে কোর্টের দ্বারস্থও হয়েছেন। মুম্বইয়ের মহারাষ্ট্রের আন্ধেরি কোর্টে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের কাছে এই অভিযোগ দায়ের করেছেন প্রাক্তন অভিনেত্রী।
কী ঘটেছে? জানা গিয়েছে সেলিনা জেটলি তাঁর স্বামী পিটার হাগ, যিনি অস্ট্রিয়ার বাসিন্দা তাঁর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ এনে ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টের অধীনে কেস করেছেন। সেখানে তিনি নৃশংসতা, ম্যানিপুলেশন, ইত্যাদিরও অভিযোগ এনেছেন। মঙ্গলবার কেসটি ফাইল করা হয়।
এই ঘটনার পর ৫০ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করেছেন সেলিনা জেটলি। তাঁর আয়ের উৎস, সম্পত্তির ক্ষতির নিরিখে তিনি এই অর্থ দাবি করেছেন বলেই জানা গিয়েছে।
এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, সেলিনা জেটলি এবং পিটার হাগের তিন সন্তান। এই অস্ট্রিয়ান ব্যবসায়ীকে অভিনেত্রী তিনি ২০১১ সালে বিয়ে করেন। ২০১২ সালে তাঁদের যমজ ছেলে হয়, উইনস্টন এবং বিরাজ। ২০১৭ সালে পুনরায় যমজ সন্তানের জন্ম দেন অভিনেত্রী, তাঁদের নাম রাখেন আর্থার এবং শামশের। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে ২০১৭ সালেই তাঁদের এক সন্তান শামশের মারা যায়।
একদিকে প্রাক্তন অভিনেত্রী যখন তাঁর স্বামীর নামে গার্হস্থ্য হিংসার অভিযোগ আনলেন, সেই সময় তাঁর ভাই প্রাক্তন মেজর বিক্রান্ত জেটলিকে নাকি বেআইনি ভাবে আরব আমিরাতে আটক করে রাখা হয়েছে, এমনই অভিযোগ প্রাক্তন অভিনেত্রীর। ২০২৪ সালের সেপ্টেম্বর মাস থেকে নাকি তিনি ওখানেই আছেন। বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, তাঁদের পক্ষে যতটা সম্ভব সেলিনার ভাইকে সাহায্যের চেষ্টা করা হচ্ছে।
সেলিনা জেটলি প্রাক্তন অভিনেত্রী এবং মডেল। তিনি মিস ইউনিভার্সে রানার আপ হয়েছিলেন। কাজ করেছেন 'আপনা সাপনা মানি মানি', 'নো এন্ট্রি', 'গোলমাল রিটার্নস', ইত্যাদি ছবিতে।
