সংবাদ সংস্থা মুম্বই: বিশ্বজোড়া খ্যাতি শাহরুখ খানের। বহু বছর আগেই আরব সাগর পেরিয়ে সুদূর হলিউডে পৌঁছে গিয়েছিল তাঁর জনপ্রিয়তা। অ্যাঞ্জলিনা জোলি থেকে পেনেলোপ ক্রুজ সবাই চেয়েছেন শাহরুখের সঙ্গে অভিনয় করতে। তাঁর কাজের অনুরাগী 'লোকি' ওরফে হলি-তারকা টম হিডলস্টন। শোনা গিয়েছিল, মার্টিন স্করসেসির পরিচালনায় লিওনার্দো ডি ক্যাপ্রিও-র সঙ্গে তো শাহরুখের কাজ করা একটুর জন্য হাতছাড়া হয়েছিল। তবে হলিউডে দেখা না গেলেও সেখানে কাজ করার ইচ্ছে এক-আধবার প্রকাশ করেছেন 'কিং খান'। জানিয়েছিলেন, এ দেশে তিনি অভিনেতা হিসাবে যে সম্মান দেওয়া হয়, হলিউডও যদি তাঁকে সমমর্যাদার কোনও চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেন তাহলে নিশ্চয়ই তিনি ভেবে দেখবেন। এইবার শাহরুখের সঙ্গে কাজ করার ইচ্ছেপ্রকাশ জোর গলায় করলেন অ্যান্থনি ম্যাকি।
আর কয়েক ঘন্টার মধ্যে মুক্তি পাবে মার্ভেলের ‘ক্যাপ্টেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ড’। ছবিতে ‘স্যাম উইলসন’ ওরফে ‘ক্যাপ্টেন আমেরিকা’র ভূমিকায় অভিনয় করেছেন অ্যান্থনি ম্যাকি। ছবির প্রচারে এক সাক্ষাৎকারে অ্যান্থনিকে জিজ্ঞেস করা হয় পরবর্তী বলিউডের কোন অভিনেতাকে আগামী অ্যাভেঞ্জার হিসাবে তিনি নিজের দলে চান? শোনামাত্রই ‘ক্যাপ্টেন আমেরিকা’ বলে ওঠেন, " শাহরুখ খান। ওঁর জবাব নেই!" হলি-অভিনেতার ইচ্ছে প্রকাশ্যে আসতেই বলিপাড়া থেকে সমাজমাধ্যম সর্বত্র শুরু হয়েছে একটি জল্পনা - তবে কি মার্ভেলস-এর পরবর্তী অ্যাভেঞ্জার শাহরুখ খান? ক্যাপ্টেন আমেরিকা' কি ইঙ্গিত দিলেন হলিউডে শাহরুখের পা রাখার? যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও মন্তব্য করেননি ‘বাদশা’।
তবে উল্লেখ্য, অমিতাভ বচ্চন, ঐশ্বর্য রাই বচ্চনের পাশাপাশি দীপিকা পাড়ুকোন, প্রিয়ঙ্কা চোপড়া থেকে আলিয়া ভাটও হলিউডে অভিনয় করেছেন। এঁরা সবাই শাহরুখের অত্যন্ত প্রিয় ও ঘনিষ্ঠ। তবে এবার কি শাহরুখের হলিউড পাড়ি দেওয়ার পালা?
