ছবিতে যে দুজন কিশোরীকে দেখা যাচ্ছে, তাঁরা কিন্তু বর্তমানে অভিনেত্রী। একজন সদ্যই ছোটপর্দায় পা রাখলেন, আরেকজন বিগত বেশ কয়েক বছর ধরে দাপিয়ে কাজ করছেন। নিজের পরিচিতি তৈরি করেছেন। দেখুন তো চিনতে পারছেন?
ছবিতে যে দুই কিশোরীকে দেখা যাচ্ছে, তাঁদের একজন 'জোয়ার ভাঁটা' ধারাবাহিকের উজি অর্থাৎ আরাত্রিকা মাইতি। আরেকজন হলেন 'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিকে দিতিপ্রিয়ার জায়গায় অপর্ণা হিসেবে যিনি এন্ট্রি নিলেন, সেই শিরিন পাল।
শিরিন ছোটপর্দায় পা রাখতেই তাঁকে শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট করেন আরাত্রিকা। সেখানেই জানা যায় তাঁদের পরিচিতি বহুদিনের। একই স্কুলের ছাত্রী তাঁরা। নাচও শিখেছেন এক জায়গায়। এমনকী নাটকও একই সঙ্গে করতেন তাঁরা। এদিন সেই পুরনো স্মৃতি হাতড়ে একগুচ্ছ সকালবেলার ছবি পোস্ট করেন জোয়ার ভাঁটার উজি। লেখেন, 'কেমন যেন গল্পের মতো না!? একই স্কুল, একসাথে নাচ, একসাথে নাটক, একসাথে মক পার্লামেন্ট! একসাথে বেড়ে ওঠা! খুব ভালো কাজ করো।' শিরিন পালের ডাকনামও এদিন ফাঁস করে দেন আরাত্রিকা। শুভেচ্ছা জানিয়ে লেখেন, 'অনেক শুভেচ্ছা রূপসী দি।'
প্রসঙ্গত আরাত্রিকা মাইতি এবং শিরিন পাল দুজনেই ঝাড়গ্রামের মেয়ে। শিরিন এতদিন মূলত মঞ্চে অভিনয় করতেন, 'চিরদিনই তুমি যে আমার' তাঁর প্রথম কাজ। সম্প্রতি এসভিএফ প্রযোজিত এই মেগা নিয়ে জটিলতা তৈরি হয়। কখনও সেই ঝামেলার আবহে মিটিং ছেড়ে জিতু কামাল বেরিয়ে যান। কখনও দিতিপ্রিয়া রায় জানিয়ে দেন তিনি এই ধারাবাহিক আর করতে চান না। এরপরই খোঁজ শুরু হয় নতুন অপর্ণার। তখনই শিরিন পালকে নতুন অপর্ণা হিসেবে চূড়ান্ত করা হয় অডিশন এবং লুক সেটের মাধ্যমে। সদ্যই প্রকাশ্যে এসেছে অপর্ণা হিসেবে তাঁর করা অভিনয়। দর্শকদের থেকে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে। কেউ বেজায় প্রশংসা করেছেন, কেউ আবার জানিয়েছেন দিতিপ্রিয়া রায়কেই বেশি মানাত এই চরিত্রে।
অন্যদিকে জিতু শিরিনের কাজ দেখে মুগ্ধ। তিনি সহঅভিনেত্রীর তারিফ করে লেখেন, 'সবার কোনও না কোনও দিন প্রথম হয়। সবার একটা শুরু থাকে। ও নতুন অভিনেতা নয়, অত্যন্ত ম্যাচিওর একজন থিয়েটার কর্মী। বহু বছরের অভিজ্ঞতা ওঁর। উৎসাহিত করতে, নাই চাইতে পারেন। দয়া করে নিরুৎসাহিত করবেন না। কাজ দেখে বিচার করবেন। আর আপনাকে কেউ যদি এমনিই গালি দিতে বলেন, সেটা আপনার ব্যক্তিগত পছন্দ। বিশ্বাস করুন ও দুর্দান্ত অভিনেত্রী।'
এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, 'চিরদিনই তুমি যে আমার' নিয়ে জটিলতা তৈরি হওয়ার পর জিতু কামাল জানিয়েছেন তিনি এরপর আর কখনও ছোটপর্দায় কাজ করবেন না। তবে যত যাই হোক, টিআরপি তালিকায় কিন্তু সেরা দশে নিজের জায়গা ধরে রেখেছে এই মেগা। এটি রোজ সন্ধ্যায় সাড়ে ৬টা নাগাদ সম্প্রচারিত হয়।
