লাল সোয়েটার পরা এই মেয়েটি কিন্তু বর্তমানে টলিপাড়ার অতি পরিচিত মুখ। একের পর এক ধারাবাহিকের হাত ধরে দারুণ খ্যাতি অর্জন করেছেন অল্প সময়েই। চিনতে পারছেন? অল্প 'হিন্ট' দেওয়া যাক। বর্তমানে এই অভিনেত্রীকে জি বাংলার পর্দায় দেখা যাচ্ছে। ছবির এই 'বালিকা' আর কেউ নন, বরং 'আনন্দী'। অর্থাৎ অন্বেষা হাজরা।
অভিনেত্রী নিজেই এদিন তাঁর ছোটবেলার এই ছবিটি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। জানিয়েছেন তাঁর বাবা, তাঁকে ছোটবেলার এই ছবিটি পাঠিয়েছেন। সেটা দেখে স্বাভাবিকভাবেই নস্টালজিক হয়ে পড়েন পর্দার 'আনন্দী'। তাই এটি ইনস্টাগ্রামে ভাগ করে নেন সকলের সঙ্গে। সেই পোস্টের ক্যাপশনে লেখেন, 'তো… সকাল সকাল বাবা আমায় এই ছবিটা পাঠাল। আমারও বেশ লাগল। একটা বেশ বেবি লুনিটুন্স মার্কা ব্যাপার ছিল তখন। আমরা সবাই ছোট ছিলাম।' আলাপ করিয়ে দেন তাঁর সঙ্গে ছবিতে কারা আছেন। বলাই বাহুল্য, ছবির বাকি খুদেরা অন্বেষার ভাই বোন।
এদিনের এই পোস্টে এক মজার আত্মোপলব্ধির কথাও জানান অন্বেষা হাজরা। তাঁকে নাকি ছোটবেলায় অনেকটা শাহরুখ খানের মতো দেখতে ছিল! এই বিষয়ে অভিনেত্রী লেখেন, 'তবে আমি একটা জিনিস লক্ষ্য করলাম। ওই সময় আমি শাহরুখ খানের মতো দেখতে ছিলাম।'
অন্বেষার এই পোস্টে অনেকেই মন্তব্য করেছেন। আর অধিকাংশের মতেই, অভিনেত্রীকে এখনও একই রকম দেখতে। তাঁর মুখের আদল নাকি বিন্দুমাত্র বদলায়নি। এক ব্যক্তি লেখেন, 'আপনার মুখের সারল্যটা একই আছে।' কেউ আবার লেখেন, 'তখনও মিষ্টি ছিলে, এখনও তাই। মুখটা অবিকল এক রয়ে গিয়েছে।'
প্রসঙ্গত, অন্বেষা হাজরাকে বর্তমানে সোমবার থেকে শুক্রবার জি বাংলার পর্দায় 'আনন্দী' ধারাবাহিকে দেখা যাচ্ছে। এটি রাত ১০.১৫ থেকে সম্প্রচারিত হয়। সম্প্রতি এই ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে এসেছে, সেখানে দেখা গিয়েছে হাসপাতালের এক মহিলা কর্মীকে কিছু দুষ্কৃতি আক্রমণ করে। তাঁকে পরবর্তীতে হাসপাতালে ভর্তি করা হলে, অবস্থা দেখে শিউরে ওঠে নায়ক। প্রশ্ন করে, কী করে এমনটা ঘটল। তখনই রিপোর্ট নিয়ে এন্ট্রি নেয় নায়িকা। জানায় সেই মেয়েটিকে ধর্ষণ করা হয়েছে। তবে এই কাজ এক ব্যক্তির নয়, একাধিকের। একই সঙ্গে শপথ করে, হাসপাতালের সেই মহিলা কর্মীর সঙ্গে হওয়া অন্যায়ের বিরুদ্ধে লড়াই শুরু করবে সে। ফলে গল্পে যে নতুন বড় চমক আসছে সেটা স্পষ্ট। এই ধারাবাহিকে 'এই পথ যদি না শেষ হয়' ধারাবাহিকের সহঅভিনেতা ঋত্বিক মুখোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধেছেন অন্বেষা।
