নিজস্ব সংবাদদাতা: টলিউডের শিল্পীদের ওপর নানা ভাবে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিচ্ছেন নেটিজেনরা। সেই তালিকায় রয়েছে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস প্রযোজিত সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ছবি 'টেক্কা'। এমনকী এই ছবি বয়কটের ডাক দিচ্ছেন অনেকে। দুর্গাপুজোর সময় ছবি মুক্তি নিয়ে কি ভয়ে রয়েছেন প্রযোজক এবং পরিচালক?
এই বছর উৎসবে না ফেরা নিয়ে চারিদিকে নানা তর্ক বিতর্ক রয়েছে, এই বিষয়কে কেন্দ্র করেই অনেকে বলছেন তাহলে হলেও ফেরা যাবে না। টলিউডের তারকার সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে কোনও ছবি বা ভিডিও পোস্ট করলেই নানা কুমন্তব্যে ভরে যাচ্ছে কমেন্ট বক্স। এবার এই বিষয়টি নিয়ে কী বলছেন সৃজিত মুখোপাধ্যায়, স্বস্তিকা মুখোপাধ্যায়, দেব এবং রুক্মিণী মৈত্র?
দেবের কথায়, "পুজোর সময় বহু মানুষের আয় নির্ভর করে, আমি যদি পুজোয় ছবি মুক্তির কথা না ভাবি বা দর্শক যদি হলে গিয়ে ছবি না দেখেন, তাহলে হল মালিকদের পাশাপাশি হলের সঙ্গে যুক্ত মানুষদের কী হবে? বাংলার মানুষের বিরোধী আমি হতে পারব না। এছাড়াও সিনেমা বা সিরিয়াল দর্শকদের কাছে বিনোদন হলে এটাতো আমাদের কাজ, আমাদের কাজটা তো করে যেতেই হবে।"
স্বস্তিকা মুখোপাধ্যায় বলেন,"আমি উৎসবে ফিরব না বলেছি, কিন্তু কাউকে ফিরতে বারণ করিনি, এর সঙ্গে আমার কাজের কোনও সম্পর্ক নেই। প্রতিবাদ করব এবং কাজও করব সবাই যেমন করছেন।"
সৃজিত মুখোপাধ্যায়ের কথায়,"স্বস্তিকা, সুদীপ্তাদের অকারণে আক্রমণ করা হচ্ছে, কেউ তো নিজের কাজ বন্ধ করে প্রতিবাদ করছেন না। কাজটা করেই আমাদের সরব হতে হবে। তাই আমার মনে হয় শিল্পীদের বা বাংলা ছবি বয়কট করার কোনও মানেই নেই। কাজ সকলকেই করতে হবে।"
"শিল্পীরা সফট টার্গেট, শিল্পীদের বাজে কথা বললে কারওর কিছু আসে যায় না। সেই কারণেই এমনটা করছেন অনেকে। তবে আমার মনে হয় অন্যদের কাছে যেটা বিনোদন আমাদের সেটা জীবিকা, এই কথা ভুলে গেলে চলবে না। সবাই নিজেদের কাজ করে প্রতিবাদ করছেন।" বললেন রুক্মিণী মৈত্র।
