নিজস্ব সংবাদদাতা: টলিপাড়ায় শিল্পীদের কাজ করতে বাধা দেওয়া যাবে না— এই মর্মে সোমবার বার্তা দিলেন এবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা।

বহুদিন ধরেই সমস্যা চলছে টলিপাড়ার অন্দরে। পরিচালকদের গিল্ডের সঙ্গে ফেডারেশন অর্থাৎ ছবির টেকনিশিয়ান টিমের। ‌ সেই আবহে পরমব্রত চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য-সহ একাধিক টলিউড অভিনেতা ও পরিচালকদের পক্ষ থেকে অভিযোগ উঠেছিল, তাঁদের কাজ করতে বাধা দেওয়া হচ্ছে। মামলাও দায়ের করা হয়েছিল। সেই মামলার শুনানিতে এদিন বিচারপতি বলেন, “কারও জীবিকা, কাজ বা ব্যবসা করতে বাধা দেওয়া যায় না। যদি কেউ সমস্যায় পড়ে, তাহলে স্থানীয় পুলিশের সাহায্য নিতে হবে। রাজ্য এ নিয়ে চুপ করে বসে থাকতে পারে না।” তিনি আরও জানান, এটা নিশ্চিত করতে হবে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের সচিবকে। তার পরেও সমাধান না মিললে বা কোনও সমস্যায় পড়লে স্থানীয় পুলিশের সাহায্য নিতে পারবেন পরিচালকেরা।

অন্যদিকে, মামলায় অভিযুক্ত ফেডারেশন এদিন আদালতে যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে।

ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়ার (ডিএইআই) সম্পাদক সুদেষ্ণা রায় জানিয়েছেন, ১৬ জুন পরবর্তী শুনানি। সে দিন এক যোগে ১৫ জন পরিচালকের মামলার চূড়ান্ত ফয়সালা হবে।