'বৃন্দাবন বিলাসিনী' ধারাবাহিকে বড় চমক আসতে চলেছে। মায়ের কথার চাপে বিনুকে ভুলে রুক্মিণীকে বিয়ে করতে রাজি হয়েছে কৃষ। তাদের বিয়ে উপলক্ষ্যে এই ধারাবাহিকে আসছে বিরাট চমক। আর সেই সারপ্রাইজ নিয়ে আসবেন ছোটপর্দার এক জনপ্রিয় অভিনেত্রী। কে জানেন?

কী দেখা যাচ্ছে ধারাবাহিকে? আগামীতে কোন চমকই বা আসছে? গল্পে বর্তমানে দেখা যাচ্ছে, বিনুকে আশ্রমে পাঠিয়ে কৃষের দ্বিতীয় বিয়ের আড়ম্বর করছে মোহিনী মা। তাদের গোটা পরিবার বিয়ের আনন্দে ভাসছে। কিন্তু এই সময়ই বিনুকে আশ্রম থেকে ফিরিয়ে আনে কৃষের ঠাকুমা হরিপ্রিয়া এবং কাকু গৌরাঙ্গ। যদিও নায়িকাকে এই বাড়িতে একটাই শর্তে প্রবেশের অনুমতি মেলে, তাকে বাড়ির পরিচারিকা হিসেবে থাকতে হবে। সমস্ত কাজ করতে হবে। তাতেই রাজি হয় বিনু। 

কিন্তু যতই ঘরের কাজ করুক, যাই করুক না কেন তার মন পড়ে কৃষের কাছে। যত কৃষ আর রুক্মিণীর বিয়ের সময় এগিয়ে আসছে ততই তার কষ্ট বাড়ছে। অন্যদিকে কৃষ তার মায়ের জোরাজুরিতে বিয়েতে রাজি হলেও অনুভব করে সে বিনুকে একেবারেই ভুলতে পারছে না। উল্টে মেহেন্দি হোক বা আইবুড়োভাত, সঙ্গীত সমস্ত অনুষ্ঠানেই বারবার নানা কারণে মুখোমুখি হতে থাকে বিনু এবং কৃষ। কিন্তু কেউই মনের কথা বলতে পারে না। অবশেষে যখন রুক্মিণীকে সিঁদুর পরাতে যাবে কৃষ, সেই সময়ই তার বাবা ফিরে আসে। জানায় সে তার ছেলের জীবন কিছুতেই ধ্বংস হতে দেবে না। আর বিনু এবং কৃষের ডিভোর্স পেপার পাওয়া যাচ্ছে না। ফলে, আইনত ওরা এখনও স্বামী স্ত্রী। অতএব রুক্মিণী এবং কৃষের বিয়ে আটকে যাবে। 

সে বিয়ে মাঝ পথে থেমে গেলেও, হইচইয়ে কিন্তু কমতি পড়বে না। এই বিয়ে বাড়িতে চমক নিয়ে আসছেন ছোটপর্দা জনপ্রিয় অভিনেত্রী, দীপান্বিতা রক্ষিত। একটি বিশেষ ড্যান্স পারফরমেন্স দেবেন তিনি। তুঁতে ধারাবাহিকের পর তাঁকে আর সেভাবে ছোট পর্দায় দেখা যায়নি। তবে শীঘ্রই তিনি নতুন ধারাবাহিক নিয়ে স্টার জলসায় ফিরছেন। তার আগে সান বাংলার এই মেগায় বিশেষ পারফরমেন্স করতে দেখা যাবে তাঁকে।

সান বাংলার পর্দায় 'বৃন্দাবন বিলাসিনী' ধারাবাহিকটি সন্ধ্যা সাড়ে সাতটা থেকে দেখা যায়। মুখ্য ভূমিকায় রয়েছেন সুদীপ্তা রায়, রাহুল গঙ্গোপাধ্যায়। অন্যান্য ভূমিকায় তুলিকা বসু, দিয়া চক্রবর্তী, প্রমুখ আছেন।