নিজস্ব সংবাদদাতা: স্টার জলসার ধারাবাহিক 'খেলাঘর'-এ জুটি বেঁধেছিলেন সৈয়দ আরেফিন ও স্বীকৃতি মজুমদার। ধারাবাহিকের সঙ্গে সঙ্গে তাঁদের জুটিও দারুণ হিট হয়েছিল। এরপর যদিও আর একসঙ্গে দেখা যায়নি আরেফিন ও স্বীকৃতিকে। তাঁদের জুটির ফেরার অপেক্ষায় ছিলেন অনুরাগীরা। তবে এবার একফ্রেমে ধরা দিতে চলেছেন তাঁরা।
তবে নতুন নয়, পুরনো ধারাবাহিকেই দেখা যাবে তাঁদের জুটিকে। সান বাংলার ধারাবাহিক 'পুতুল টিটিপি'তে আসছে জামাইষষ্ঠী স্পেশাল পর্ব। সেখানেই বিশেষ অতিথি হিসাবে দেখা যাবে স্বীকৃতিকে। ইতিমধ্যেই প্রোমোর শুটিং সেরেছেন অভিনেত্রী। এই ধারাবাহিকের মুখ্য চরিত্র 'পুতুল-ময়ূখ'-এর ভূমিকায় অভিনয় করছেন খেয়ালী মণ্ডল ও সৈয়দ আরেফিন। জামাইষষ্ঠীতে বিপাকে পরে পুতুল। তার পাশে দাঁড়াতেই হাজির হন স্বীকৃতি। তাঁর সঙ্গে যোগ দেন অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলিও।
প্রসঙ্গত, ছোটপর্দার মাধ্যমে অভিনয়ে যাত্রা শুরু করেছিলেন স্বীকৃতি। এরপর একে একে সিরিজ ও ছবির জগতে নিজের জায়গা পাকা করেছেন অভিনেত্রী। সম্প্রতি তাঁকে দেখা গিয়েছে 'দ্য একেন: বেনারসে বিভীষিকা'য়। আগামীতে স্বীকৃতিকে দেখা যাবে মৈনাক ভৌমিকের 'বিষণ্ণ'তে। অন্যদিকে, একের পর এক ধারাবাহিকে নায়কের চরিত্রে দর্শকের মন জয় করছেন আরেফিন। তবে পুরনো মেগায় হলেও ফের একফ্রেমে স্বীকৃতি-আরেফিনকে দেখার জন্য উৎসাহিত দর্শক মহল।
